শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
'দ্য কল অব দ্য ওয়াইল্ড' ছবির দৃশ্য

হায়দরাবাদ চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের চার ছবি

বিনোদন রিপোর্ট

ভারতের হায়দরাবাদে ২১ ফেব্রম্নয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই উৎসবে দেখানো হবে বাংলাদেশের আলোচিত চার ছবি। এ চারটি ছবিরই প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম লি.। উৎসব শেষ হবে ২৪ ফেব্রম্নয়ারি। উৎসবের আয়োজক হায়দরাবাদ ফিল্ম ক্লাব ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া। শ্রী সারথী স্টুডিওতে প্রতিদিন সন্ধ্যা ৬টায় একটি করে ছবি দেখানো হবে। এর মধ্যে ২১ ফেব্রম্নয়ারি তৌকীর আহমেদের 'ফাগুন হাওয়ায়', ২২ ফেব্রম্নয়ারি নূর ইমরান মিঠুর 'কমলা রকেট', ২৩ ফেব্রম্নয়ারি ১১ তরুণের অমনিবাস চলচ্চিত্র 'ইতি, তোমারই ঢাকা' এবং ২৪ ফেব্রম্নয়ারি দেখানো হবে নাসির উদ্দিন ইউসুফের 'আলফা'।

একই দিনে দুই হলিউড ছবি স্টার সিনেপেস্নক্সে

বিনোদন রিপোর্ট

আজ একই দিনে একসঙ্গে হলিউডের দুটি ছবি মুক্তি পাচ্ছে স্টার সিনেপেস্নক্সে। একটি অ্যাডভেঞ্চারধর্মী ছবি আর অন্যটি হরর ছবি 'দ্য কল অব দ্য ওয়াইল্ড' ও 'ব্রামস: দ্য বয় ২'। প্রখ্যাত মার্কিন ঔপন্যাসিক জ্যাক লন্ডনের সাড়া জাগানো উপন্যাস অবলম্বনে অ্যাডভেঞ্চারধর্মী ছবি 'দ্য কল অব দ্য ওয়াইল্ড' পরিচালনা করেছেন ক্রিস স্যান্ডার্স। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, ড্যান স্টিভেনস, ক্যারেন গিলান, ব্রাডলি হুইটফোর্ড প্রমুখ। অন্যদিকে, হরর ছবি 'ব্রামস: দ্য বয় ২' হলো ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্য বয়'-এর সিকু্যয়েল। অতিপ্রাকৃত এই হরর কাহিনিচিত্রের পরিচালক উইলিয়াম ব্রেন্ট বেল। চিত্রনাট্যকার স্ট্যাসি মেনিয়ার। অভিনয় করেছেন কেটি হোমস, ক্রিস্টোফার কনভেরি, রাফ ইনেসন প্রমুখ।

পপ স্মোককে গুলি করে হত্যা

বিনোদন রিপোর্ট

র্

যাপ সংগীতশিল্পী ও গীতিকার বাশার বারাকাহ জ্যাকসনকে গুলি করে হত্যা করা হয়েছে। যিনি পপ স্মোক নামেই বেশি পরিচিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এ ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলসের পুলিশ রেডিও ওয়ান নিউজবিটকে জানিয়েছে, বাসায় ডাকাতিকালে একজন তাকে গুলি করে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে হত্যাকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এটি ডাকাতির ঘটনা উলেস্নখ করে পুলিশ জানিয়েছে, একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, অজ্ঞাত সংখ্যক সন্দেহভাজন পশ্চিম হলিউডের একটি এলাকায় প্রবেশ করেছে।

পুলিশ স্থানীয় সময় বুধবার বিকাল ৪টা ৫৫ মিনিটে ডাকাতির বিষয়ে ফোন পায় এবং এর ছয় মিনিট পর ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে তারা বলছে, এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি এবং গ্রেপ্তারও করা হয়নি। মাত্র এক সপ্তাহ আগেই পপ স্মোক ওয়ানএক্সট্রাতে ডিজে টার্গেট শোতে অংশ নিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় তার পারফর্ম করার কথা ছিল। এছাড়া আগামী এপ্রিলে লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহামে পারফর্ম করতে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89377 and publish = 1 order by id desc limit 3' at line 1