বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভালোবাসার নাটকের আলোচিত নির্মাতা

বিনোদন রিপোর্ট
  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
আপডেট  : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৫

শেষ হলো টিভি পর্দার ভালোবাসা দিবসের তিন দিনের আয়োজন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে টিভি ও অনলাইন পস্নাটফর্ম মিলিয়ে দেড় শতাধিক নাটক প্রচারিত হয়েছে। এরইমধ্যে দর্শক মহলে শুরু হয়ে গেছে নাটকের নির্মাতা, গল্প ও অভিনয়শিল্পীদের নিয়ে বিচার-বিশ্লেষণ। এরমধ্যে নির্মাতা কাজল আরেফীন অমির 'স্টেডিয়াম' ও 'স্যার আই লাভ ইউ' নাটক দুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। টাক বিড়ম্বনা নিয়ে কমেডি ঘরোনার নাটক 'স্টেডিয়াম'। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও রিয়া। রোমান্টিক ধাঁচে নির্মিত হওয়া 'স্যার আই লাভ ইউ' নাটকে আঞ্জুমানের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী আর আফরান নিশোকে দেখা যায় মহসিন স্যারের ভূমিকায়। নাটকটিতে মূলত শিক্ষক ও ছাত্রীর মধ্যকার রসায়ন দেখানো হয়েছে। নাটক দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নজন বিভিন্ন ক্যাপশনজুড়ে শেয়ার দিচ্ছেন। এ বিষয় কাজল আরেফীন অমি বলেন, 'আমি সবসময় দর্শকের কথা বিবেচনা করেই নাটক নির্মাণ করি। সবসময় চাই নাটক থেকে দর্শকরা যেন কিছু পায়। দর্শকের ভালো লাগাই আমার কাছে স্বার্থকতা।' বর্তমান সময়ের আরেক তরুণ নির্মাতা মহিদুল মহিমের 'ফ্যাশন' ও 'হৃদয় ভাঙ্গা ঢেউ' নাটক দুটি নিয়েও চলছে জোর আলোচনা। গল্পের ভিন্নতার কারণে নাটক দুটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এ বিষয় মহিদুল মহিম বলেন, 'আমি নাটক দুটি প্রচারের পর বেশ সাড়া পাচ্ছি। দর্শকদের আমার কাজ ভালো লাগছে, এটাই তো নির্মাতা হিসেবে সবচেয়ে বড় অর্জন। একজন নির্মাতা হিসেবে এর চেয়ে বেশি কিছু চাই না।' অপরদিকে 'বড় ছেলে' খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এবারের ভালোবাসা দিবসেও চমক দেখিয়েছেন। তিনি নাটকগুলোতে গতানুগতিক ধারার বাহিরে গিয়ে গল্প বলা চেষ্টা করেছেন বরাবরের মতই। তাই শ'খানেক নাটকের ভিড়ে আরিয়ানের নির্মিত 'চারুর বিয়ে' ও 'গজদন্তিনী' আলাদাভাবে নজর কেড়েছে সবার। রোমান্টিক ও রোমান্টিক কমেডি ধাঁচের নাটক দুটি নির্মাতা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি পরিচালক শিহাব শাহিন নির্মিত 'অবুঝ দিনের গল্প ২' দর্শকদের নজর কেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে