বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

বিনোদন রিপোর্ট
  ২১ জানুয়ারি ২০২০, ০০:০০
ইশরাত নিশাত

চলে গেলেন অভিনেত্রী ও নির্দেশক ইশরাত নিশাত

ঢাকার মঞ্চের জনপ্রিয় মুখ অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী ইশরাত নিশাত (৫৬) মারা গেছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। তার মৃতু্যতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইশরাত নিশাতের মরদেহ রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে বনানী গোরস্থানে দাফন করা হয়।

ইশরাত নিশাত 'দেশ নাটক' নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর নির্দেশনায় দেশ নাটকের প্রযোজনা 'অরক্ষিতা' দর্শকদের কাছে প্রশংসিত হয়। অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনার মঞ্চ ও আলোক নির্দেশকের কাজ করেও সংস্কৃতি অঙ্গনে নিজেকে অনন্য করে তুলেছিলেন তিনি। এসবের পাশাপাশি দেশের যে কোনো প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তার কণ্ঠ ছিল সব সময় সোচ্চার।

ঢাকার মঞ্চের জনপ্রিয় মুখ অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী ইশরাত নিশাত (৫৬) মারা গেছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। তার মৃতু্যতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইশরাত নিশাতের মরদেহ রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে বনানী গোরস্থানে দাফন করা হয়।

ইশরাত নিশাত 'দেশ নাটক' নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর নির্দেশনায় দেশ নাটকের প্রযোজনা 'অরক্ষিতা' দর্শকদের কাছে প্রশংসিত হয়। অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনার মঞ্চ ও আলোক নির্দেশকের কাজ করেও সংস্কৃতি অঙ্গনে নিজেকে অনন্য করে তুলেছিলেন তিনি। এসবের পাশাপাশি দেশের যে কোনো প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তার কণ্ঠ ছিল সব সময় সোচ্চার।

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন ঐশী

বিনোদন রিপোর্ট

জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক মাসুদ পথিক বানাচ্ছেন 'দ্য গ্রেট প্রিজনার বঙ্গবন্ধু'। কবি নির্মলেন্দু গুণ ও কামাল চৌধুরীর কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে 'দ্য গ্রেট প্রিজনার বঙ্গবন্ধু' নির্মাণ। বিশেষ এই সিনেমায় দুটি গান থাকছে। দুটি গানেরই কথা লিখেছেন মাসুদ পথিক। সুর করেছেন মুরাদ নূর। ঐশীর কণ্ঠে মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে সম্প্রতি 'তুমি আমার পরম মিতা' শিরোনামের গানের অডিও ধারণ সম্পন্ন হয়। জানা যায়, আরেকটি গানের অডিও ধারণও শিগগিরই হবে। গানটি নিয়ে মুরাদ নূর বলেন, মাসুদ পথিকের সঙ্গে আমার বেশ কয়েকটি কাজ হয়েছে। আমাদের সমন্বয় বেশ ভালো। এমন বিশেষ কাজে আমার প্রতি আস্থা রাখার জন্য পরিচালকের প্রতি কৃতজ্ঞ। সিনেমার দৃশ্যপটে আমরা গান দিয়ে চেষ্টা করেছি জাতির পিতাকে স্মরণ করতে।

ঐশী বলেন, আমাদের সমন্বয়ের সৃষ্টি স্টেশন-২ সাফল্যের পরেই আবার একসাথে কাজ করার প্রবল আগ্রহের প্রকাশ 'তুমি আমার পরম মিতা'। আমি সম্মানিত, গর্বিত। এমন বিশেষ কাজে আমাকে রাখার জন্য। চমৎকার কথা সুরের সমন্বয়ে একটু রক মেলো ধাঁচের গানটি গেয়ে বেশ মজা পেয়েছি।

পরিচালক মাসুদ পথিক জানান, বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে মার্চের শুরুতে ছবিটি মুক্তি পাবে।

পদাতিকের ৪২তম বর্ষপূর্তি আজ

বিনোদন রিপোর্ট

আজ ২১ জানুয়ারি দেশের অন্যতম নাট্যদল পদাতিক নাট্য সংসদ'র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনেকটা আনন্দঘন পরিবেশেই দিনটি উদযাপন করছে দলটি। জানা গেছে, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে আড্ডা, স্মৃতিচারণ, চা-চক্রের আয়োজন করা হয়েছে। ওইদিন চা-চক্র পর্ব শেষে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে দলটির আলোচিত প্রযোজনা 'গুণজান বিবিরি পালা' প্রদর্শিত হবে। এটি রচনা ও নির্দেশনায় রয়েছেন সায়িক সিদ্দিকী। নাটকের গল্পে উঠে এসেছে দেশের গ্রামীণ ঐতিহ্য। সাধারণত পালার ঘটনাপ্রবাহ কোনো ব্যক্তি মানুষের জীবনে পালাক্রমে ঘটে যাওয়া বিষাদময় ঘটনার আখ্যান। থিয়েটার চর্চার ভেতরের সুখ-দুঃখ, হাসি-কান্নাকে পালার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে এ নাটকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85239 and publish = 1 order by id desc limit 3' at line 1