logo
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪ ফাল্গুন ১৪২৬

  বিনোদন ডেস্ক   ২১ জানুয়ারি ২০২০, ০০:০০  

ফের পোশাক বিতর্কে দিশা পাটানি

ফের পোশাক বিতর্কে দিশা পাটানি
দিশা পাটানি
বলিউডের উঠতি মডেল ও অভিনেত্রী দিশা পাটানি মানেই যেন বিস্ফোরণ। একটি বিজ্ঞাপনের মধ্যে দিয়ে গস্নামার দুনিয়ায় তার আত্মপ্রকাশ। তারপর অবশ্য বেশিদিন পিছন ফিরে তাকাতে হয়নি। বলিউডেও এন্ট্রি নিয়েছেন তিনি। আর ইন্সটাগ্রামে ভক্ত সংখ্যাও চমকে যাওয়ার মতন। এই মুহূর্তে তার হাতে বেশকিছু কাজ রয়েছে। তবে সেসব বাদ দিলেও মাঝেমধ্যেই ভক্তদের জন্য কিছু না কিছু উপহার রাখেন তিনি। বিকিনি ছবি তো রয়েছেই।

অচিরেই স্ক্রিনে আদিত্য রায় কাপুরের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে দিশা পাটানিকে। আগামী ৭ ফেব্রম্নয়ারি মুক্তি পাওয়ার কথা 'মালাঙ্গ' ছবিটি। এ ছবির সেটের একটি পুরনো ছবি রোববার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দিশা। লাল বিকিনিতে ফের একবার ঝড় তুলেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল দিশার বিকিনি-ছবি।

মোহিত সুরীর আসন্ন অ্যাকশন-থ্রিলার 'মালাঙ্গ'তে-দেখা যাবে দিশা পাটানিকে। সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্টে নায়িকা জানিয়েছেন, ছবিটির একটি গানের জন্য ভাঙা হাঁটু নিয়েই রিহার্সাল করতে হয়েছে তাকে। ২৭ বছরের অভিনেত্রী তার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা গেছে ট্রেনারের সহযোগিতায় ফ্রন্ট ফ্লিপ করছেন দিশা। ক্যাপশনে এ নায়িকা লিখেছেন, 'এভাবে ফ্রন্ট ফ্লিপ করা উচিত না। বাড়িতে এটা করার চেষ্টা করবেন না। মালাঙ্গে ভাঙা হাঁটু নিয়েই রিহার্সাল করতে হয়েছিল।'

এরই মধ্যে মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি 'মালাঙ্গ'র প্রথম ঝলক। এটি একটি রোমান্টিক থ্রিলার। পরিচালক মোহিত সুরী এর আগে তৈরি করেছেন 'জেহের', 'কলিযুগ', 'এক ভিলেন' ও 'আশিকি টু'র মতো ব্যতিক্রমী প্রেমকাহিনি নির্ভর ছবি। এবার তার নতুন টার্গেট 'মালাঙ্গ'। ছবিটি অত্যন্ত আবেগঘন মুহূর্ত উপহার দেবে দর্শককে। সে কথা প্রমাণ করছে নায়কের প্রথম ঝলকের ছবি শেয়ারের ক্যাপশন। লেখা হয়েছে, 'ভালোবাসা পবিত্র, ঘৃণাও তাই'।

প্রাথমিকভাবে ছবিতে অনিল কাপুর, কুনাল খেমু ও দিশা পাটানির চরিত্রায়ণ করা হয়েছে। ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে অনিলকে। কুমার খেমুর সঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন পরিচালক মোহিত সুরী। গত মার্চ থেকে ছবির শুটিং শুরু হয়েছে। অক্টোবরে শেষ হওয়ার পর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে