শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

আজ খলিলের পঞ্চম মৃতু্যবার্ষিকী

বিনোদন রিপোর্ট

২০১৪ সালের ৭ ডিসেম্বর ইন্তেকাল করেন বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা খলিল উল্যাহ খান। আজ তার পঞ্চম মৃতু্যবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর নূরজাহান রোডে তার নিজ বাসায় বাদ যোহর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া মহলস্নার বেশ কয়েকটি সংগঠন মিলে বাদ যোহর নূরজাহান রোড জামে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া এবং পরবর্তীতে কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে। অভিনেতা খলিলের ছেলে মুসা খান বলেন, 'আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন যেন আলস্নাহ তাকে বেহেস্ত নসিব করেন।' এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, 'খলিল ভাই ছিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা। তারাই আমাদের দিকনির্দেশনায় দিয়ে গেছেন। তাদের সৃষ্ট আলোর পথেই আমরা হেঁটে চলছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সমিতির পক্ষ থেকে দোয়া করা হবে।' ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছিলেন খলিল উল্যাহ খান। খলিল প্রায় ৮০০ সিনেমাতে অভিনয় করেছিলেন। প্রয়াত পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত 'গুন্ডা' সিনেমাতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

প্রকাশ হলো গন্ডির দ্বিতীয় গান

বিনোদন রিপোর্ট

ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র 'গন্ডি'র সম্পাদনার কাজ চলছে। এরই মধ্যে প্রকাশ হয়েছে এ ছবির একটি গান। এবার প্রকাশ হলো এ ছবির দ্বিতীয় গান 'বহুদিন বাতাসে ওরেনি চুল'। গানটিতে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী। গতকাল গড়াই ফিল্মের ইউটিউব চ্যানেলের পাশাপাশি 'গন্ডি' ছবির অফিশিয়াল ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়েছে। গানটির কথা ও সুর করেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র। এই গানটি ছাড়া তিনি 'গন্ডি' ছবির আবহসংগীত পরিচালনা করছেন। গানটি লেখা ও সুর প্রসঙ্গে দেবজ্যোতি মিশ্র বলেন, 'আরেফীন যেদিন আমায় ছবির গল্পটি বলেছিলেন। সেদিনই গানটির কথা মাথায় আসে। আরেফীনকে বলা মাত্র তিনিও রাজি হন গানটি তার সিনেমায় ব্যবহার করতে। আশা করছি গানটি সবার কাছে ভালো লাগবে।' রোমান্টিক-কমেডি ঘরানার 'গন্ডি' চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু'জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু'জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে। এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ফেলুদাখ্যাত সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এ ছাড়া আছেন শুভাসিষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পশ্চিমবঙ্গের পায়েল মুখার্জিসহ আরও অনেকে।

অস্ট্রেলিয়ায় শুটিংয়ে 'মন দরজা'

বিনোদন রিপোর্ট

আকিদুল ইসলামের রচনায় নির্মাতা লিটু করিম নির্মাণ করছেন ধারাবাহিক নাটক 'মন দরজা'। গত ২০ নভেম্বর ধারাবাহিকটির শুটিংয়ের উদ্দেশ্যে সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমায় 'মন দরজা' টিম। এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নির্জন আজাদ, নাদিয়া, ঈশানা, শিরিন আলম, নিলয় আলমগীর, মাজনুন মিজানসহ আরও অনেকে। বর্তমানে সিডনিতে 'মন দরজা'র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তারা। এই ধারাবাহিকের গল্প প্রসঙ্গে অভিনতো নির্জন আজাদ বলেন, 'এটি একটি মেঘা ধারাবাহিক। মূলত মুক্তিযুদ্ধের গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে। প্রবাসীদের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ নিয়ে যে তাড়না, সে বিষয়গুলো এতে তুলে ধরা হচ্ছে। এছাড়া সামাজিক মূল্যবোধ ও জীবনের প্রতিচ্ছবি উঠে আসবে এই ধারাবাহিকে।' তিনি আরও বলেন, ''১০৪ পর্বে ধারাবাহিকটির কাজ সম্পন্ন করার লক্ষ্যে শুটিং শুরু হলেও পর্ব সংখ্যা আরও বাড়বে। নিঃসন্দেহে দারুণ গল্পের একটি ধারাবাহিক 'মন দরজা'। আমি আশাবাদি, এটি প্রচারের পর দর্শকের মধ্যে বাড়তি ভালোলাগা তৈরি করবে।''

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78749 and publish = 1 order by id desc limit 3' at line 1