logo
  • Mon, 19 Nov, 2018

  বিনোদন ডেস্ক   ১৪ আগস্ট ২০১৮, ০০:০০  

আইটেম গানে কৃতি

আইটেম গানে কৃতি
কৃতি স্যানন
বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। রূপ ও অভিনয় দিয়ে ইতোমধ্যে দশর্ক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। এবার একটি আইটেম গানে দেখা যাবে তাকে।

রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা স্ত্রী। এ সিনেমারই একটি আইটেম গানে কোমর দোলাবেন কৃতি। সিনেমাটি পরিচালনা করছেন দিনেশ বিজন। এর আগে কৃতির রাবতা সিনেমাটি পরিচালনা করেন তিনি।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গানটির শিরোনাম ‘আও কাভি হাবেলি পে’। এটির কম্পোজ করেছেন শচীন-জিগার। সিনেমাটির প্রযোজক রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে মনে করছেন গানটি খুব মজার হবে এবং দশের্কর মাঝে ভালো সাড়া ফেলবে। এতে র‌্যাপ করবেন সংগীতশিল্পী বাদশা।

নিজের সিনেমা ছাড়া প্রথমবারের মতো আইটেম গানে দেখা যাবে কৃতিকে। এরই মধ্যে গানটির শুটিং শেষ হয়েছে। এ প্রসঙ্গে সূত্রটি সংবাদমাধ্যমে বলেন, ‘আও কাভি হাবেলি পে’ সম্পূণর্ একটি ড্যান্স নাম্বার। নিমার্তারা সিনেমা মুক্তির আগের সপ্তাহে এটি প্রকাশ করবেন। প্রচারের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে এবং সিনেমার শেষে এটি দেখা যাবে। এতে কৃতিকে একটু ভিন্নরূপে দেখা যাবে। গানটিতে রাজকুমার রাও-ও থাকবেন।’

জানা গেছে, ১৯৯০ সালে ভারতের বেঙ্গালুরুতে ছড়িয়ে পড়েÑগভীর রাতে কেউ নাকি দরজায় কড়া নাড়ে। আর দরজা খুললেই সবর্নাশ, মৃত্যু নিশ্চিত। আর মাঝ রাতের অতিথির হাত থেকে বঁাচতে অনেকেই

বাড়ির দরজায় লিখে রাখতেন ‘নালে বা’। এর অথর্ ‘আজ নয়

কাল আসুন’। এই গল্প অবলম্বনে তৈরি হয়েছে স্ত্রী সিনেমাটি।

আগামী ৩১ আগস্ট মুক্তি পাবে এটি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে