logo
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০, ২০ শ্রাবণ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০  

ফের মা হচ্ছেন ঐশ্বর্য!

ফের মা হচ্ছেন ঐশ্বর্য!
ঐশ্বর্য রাই বচ্চন
বিনোদন ডেস্ক

ফের মা হচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন! হঠাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলিউডে। তবে এ সন্তানের বিষয়ে অতীতের মতো মুখ খুলতে নারাজ সাবেক এই বিশ্বসুন্দরী। এমনকি তার পরিবার থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ কারণে খবরটি সত্যি না কি গুজব- কোনোটাই স্পষ্ট করে বলা যাচ্ছে না। কিন্তু সম্প্রতি ঐশ্বর্যর শারীরিক গঠন দেখে বিষয়টি সত্য বলেই ধারণা করছেন অনেকে। যদিও মার্চ মাসে গোয়ার সমুদ্রসৈকতে অভিষেক বচ্চনের সঙ্গে ছবি শেয়ার করার পর থেকেই ঐশ্বরিয়ার মা হওয়ার গুঞ্জন শুরু হয়। কারণ ঐশ্বরিয়ার চেহারায় যেন তেমনই ইঙ্গিত দিয়েছিল। এছাড়া শেয়ার করা ছবিতে অনেকেই প্রশ্ন তুলেছেন বচ্চন বহুরানি কি আবার সন্তানসম্ভবা! কয়েক মাস পরে আবার সেই প্রশ্ন সামনে চলে এলো। সম্প্রতি একটি অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে হাজির হয়েছিলেন অ্যাশ। ডিজাইনার সব্যসাচীর পোশাকে দেখা গেছে তাকে। সেই ছবিই আবার উসকে দিয়েছ অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবর। ছবিতে বেবি বাম্প বোঝা যাচ্ছে ঐশ্বরিয়ার- এমন দাবি করেছেন অনেকেই। বলেছেন, আঁচল দিয়ে তিনি সেটা ঢাকার চেষ্টা করছেন। অনেকেই তাই প্রশ্ন করছেন যে ঐশ্বরিয়া রাই বচ্চন কি তাহলে আবার মা হতে চলেছেন? সন্তানসম্ভবা বলেই কি ওড়না দিয়ে সেটা ঢাকার চেষ্টা করছেন সাবেক বিশ্বসুন্দরী? সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

তবে আপাতত এ নিয়ে কোনো রকম মুখ খোলেননি ঐশ্বর্য। বলেছেন, এসব নিয়ে সবার মাথাব্যথা থাকলেও আমার নেই। সময় হলে সবই জানতে পারবেন। আকাশে চাঁদ উঠলে সবাই দেখে।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে