বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার শিব সেনায় ঊর্মিলা!

বিনোদন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
ঊর্মিলা মাতন্ডকর

কয়েকদিন আগেই কংগ্রেস থেকে বিদায় নিয়েছেন ঊর্মিলা মাতন্ডকর। তবে কংগ্রেস ছাড়লেও রাজনীতির ময়দান থেকে কিন্ত এখনই বিদায় নিচ্ছেন না এ অভিনেত্রী। কারণ ঘনিষ্ঠ সূত্র বলছে, ঊর্মিলা ক্রমশই শিব সেনা ঘনিষ্ঠ হয়ে উঠছেন। সম্প্রতি তিনি শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের ব্যক্তিগত সচিব মিলিন্দ নারভেকরের সঙ্গে দেখাও করে এসেছেন। কাজেই ঊর্মিলার শিব সেনা যোগদানের জল্পনা যে একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না, তা বলাই বাহুল্য। তাহলে কি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগেই শিব সেনা দলে নাম লেখাতে চলেছেন ঊর্মিলা? এমন প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠছেই। সামনের বছর অর্থাৎ ২০২০ সালের শুরুর দিকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। তার আগেই দলের সঙ্গে মনোমালিন্যের জন্য কংগ্রেস থেকে বিদায় নিয়েছেন ঊর্মিলা মাতন্ডকর। উপরন্তু শিব সেনা প্রধানের মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ। আর এতেই যে ঊর্মিলার শিব সেনা যোগদানের বিষয়টি আরও জোরালো হচ্ছে ক্রমশ, তা বলাই বাহুল্য।

এর আগে ১০ সেপ্টেম্বর ঊর্মিলার কংগ্রেস ছাড়ার খবর প্রকাশ্যে আসে। একেই কংগ্রেসের মন্দা পরিস্থিতি। তার উপর মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে তারকা প্রার্থীর দলত্যাগে কংগ্রেস যে বড়সড় ধাক্কা খেল, তা বলাই যায়। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে পরাজিত কংগ্রেস প্রার্থী ঊর্মিলা মাতন্ডকর। লোকসভা নির্বাচনের দিনকয়েক আগেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু, ৫ মাস কাটতে না কাটতেই মোহ ভঙ্গ হলো তার। দলে অন্তর্দ্বন্দ্বের অভিযোগ তুলে, ইস্তফা দিয়েছেন ঊর্মিলা। এক প্রেস বিবৃতি দিয়ে কংগ্রেস থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন মুম্বই নর্থ লোকসভা কেন্দ্রের পরাজিত কংগ্রেস প্রার্থী।

সত্যিই কি এবার শিব সেনাতে নাম লেখাতে চলেছেন একদা কংগ্রেস তারকা প্রার্থী? এ প্রসঙ্গে ঊর্মিলা জানান, উদ্ধব ঠাকরের ব্যক্তিগত সচিব মিলিন্দ নারভেকরের সঙ্গে তাঁর সাক্ষাৎ শুধুমাত্রই সৌজন্যমূলক। পাশাপাশি দলে যোগ দেয়ার খবরও অবশ্য উড়িয়ে দেন তিনি।

উলেস্নখ্য, চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেস শিবিরের অন্যতম বড় চমক ছিলেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67190 and publish = 1 order by id desc limit 3' at line 1