বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিব্রত মেহজাবীন চৌধুরী

বিনোদন রিপোর্ট
  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
মেহজাবীন চৌধুরী

অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে ভীষণ বিব্রত বোধ করছেন ছোট পর্দার এই সময়ে সবচেয়ে আলোচিত ও ব্যস্ততম অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এমনকি এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম বিভাগে মামলাও করেছেন তিনি। পাশাপাশি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট উলেস্নখ করে এটা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য ভক্ত, দর্শক ও সাংবাদিকদের অনুরোধ করেছেন এ তারকা। কিন্তু তারপরও বিষয়টি নিয়ে গতকাল দিনভর উত্তাল ছিল শোবিজ ও মিডিয়াঙ্গন।

জানা গেছে, গত সোমবার অনলাইনে ভাইরাল হয়েছে ৩৪ সেকেন্ডের একটি নীল ভিডিও। ভিডিওটার ক্যাপশনে মেহজাবীনের নাম দেখে সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় শোবিজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ ভিডিওটিকে মেহজাবীনের বলে বিশ্বাস করলেও বেশিরভাগ লোকের মন্তব্য ছিল এটি তার নয়। ভিডিওটি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন মেহজাবীন নিজেও।

এ নিয়ে সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন মেহজাবীন। এতে মেহজাবীন লিখেছেন, 'আজকে (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোক বিভ্রান্তির সৃষ্টি করছে। আমার সকল ভক্ত এবং সমর্থকদের কাছে অনুরোধ, মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না।'

তিনি আরও লিখেছেন, 'আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। যারা এসব বিভ্রান্তিকর তথ্য বা ভিডিও ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন, তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।'

শুধু এবারই নয়, এর আগেও ব্যক্তিগত প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে বিব্রতকর পরিস্থিতির জন্ম হয় মেহজাবীনকে নিয়ে। নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেম ও গোপনে বিয়ে করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছিল। তখনও বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন মেহজাবীন। এমন অপ্রীতিকর নানা ঘটনার কারণে সাম্প্রতিক সময়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ছোট পর্দার এ তারকা।

এদিকে গত ঈদে তার অভিনীত সবগুলো নাটকই ছিল আলোচিত। 'চোর ও চুন্নির গল্প', অবশেষে বৃষ্টি, স্বপ্ন দেখি আবারও, ভিউ, ইনিয়াত, মায়া সবার মতো না, বিউটিফুল ও পতঙ্গ'র মতো ব্যতিক্রমী বেশকিছু নাটকে তাকে দেখা গিয়েছে। 'বিউটিফুল' নাটকে প্রথমবারের মতো তাকে দেখা গিয়েছে উঁচু দাঁতওয়ালা মেয়ের চরিত্রে অভিনয় করতে। আর 'পতঙ্গ' নাটকে তিনি অভিনয় করেছেন একজন পাগলীর চরিত্রে। 'এই শহরে' নাটকটিতে মেহজাবিন দেখা দিয়েছেন একজন কাজের বুয়া চরিত্রে। আর ইনায়াতে তিনি অভিনয় করেছেন একজন পাকিস্তানি মেয়ের চরিত্রে। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে জানান দিচ্ছিলেন নতুন কিছুর। এসবের মধ্যেই ঘটল অপ্রীতিকর এ ঘটনা।

এদিকে দর্শক ও মেহজাবিন ভক্তদের সাফ দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সস্তা অপবাদ দিয়ে মেহজাবীনের মতো অভিনেত্রীকে দমিয়ে রাখা যাবে না। কেউ কেউ আবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখে জানাচ্ছেন, 'মেহজাবীনের জনপ্রিয়তা আটকানোর জন্য অনেকেই তার বিরুদ্ধে কৌশলে অপপ্রচার চালাচ্ছে।'

মেহজাবীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। প্রথমদিকে খুব একটা আলোচিত না হলেও বছর পাঁচেক ধরে দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। সামনের দিনগুলোতে তাকে আরও ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67187 and publish = 1 order by id desc limit 3' at line 1