logo
বুধবার, ০৮ এপ্রিল ২০২০, ২৫ চৈত্র ১৪২৫

  বিনোদন ডেস্ক   ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

'বান্ডি অউর বাবলি'তে ফের রাণী

'বান্ডি অউর বাবলি'তে ফের রাণী
রাণী মুখার্জি
ঘটনাটা ২০০৫ সালের। তখন রানি মুখার্জি ও অভিষেক বচ্চনের প্রেম নিয়ে খুব হইচই। ঠিক সেই মুহূর্তেই মুক্তি পায় রানি ও অভিষেক অভিনীত 'বান্টি অউর বাবলি'। সে বছর বক্স অফিসে সুপার হিট হয়েছিল ছবিটি। দীর্ঘদিন পর পরিচালক সাজিদ আলি সেই সিনেমার সিকু্যয়াল বানানোর ঘোষণা দিয়েছেন। ভারতীয় একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে 'বান্টি অউর বাবলি'র দ্বিতীয় কিস্তির শুটিং শুরু হবে আগামী মাসে। ইতিমধ্যেই ছবিটির সঙ্গে আবারও চুক্তিবদ্ধ হয়েছেন রানি মুখার্জি ও অভিষেক বচ্চন। এর মধ্য দিয়ে প্রায় চৌদ্দ বছর পর একসঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন এ দুজন। সিকু্যয়ালে অমিতাভ বচ্চন ও একটি বিশেষ চরিত্রে সাইফ আলী খানকেও দেখা যেতে পারে গুঞ্জন চলছে। যদিও এ বিষয় প্রযোজনা সংস্থা শরাজ ফিল্মস নিশ্চিত করে কিছু জানায়নি।

এদিকে পর্দায় 'বান্টি অউর বাবলি'র প্রেম সুপার হিট হলেও বাস্তবে এই সম্পর্ক ভেঙে যায়। এরপর ঐশ্বর্য রাই-এর সঙ্গে অভিষেকের প্রেম ও বিয়ের কথাও সকলেরই জানা। তবে পুরনো এই প্রেমিক যুগলের একসঙ্গে ফের কাজের খবরে নড়েচড়ে বসেছে ভক্তরা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে উন্মাদনা। 'বান্টি অউর বাবলি' ছাড়াও 'কভি অলবিদা না কেহেনা' (২০০৬), 'লাগা চুনরি মে দাগ' (২০০৭)সহ রানি ও অভিষেক জুটির রয়েছে বহু সুপার হিট ছবি। এখন 'বান্টি অউর বাবলি' সিকু্যয়ালে দর্শকরা এই পুরনো প্রেমিক-প্রেমিকার রসায়ন কতটা পছন্দ করেন সেটাই দেখার বিষয়। প্রসঙ্গত, শরাজ ফিল্মসের তৈরি করা ছবিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ছবি হলো 'বান্টি অউর বাবলি'।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে