রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

মুক্তি পেল 'অবতার'-এর থিম সং

বিনোদন রিপোর্ট
  ২৫ আগস্ট ২০১৯, ০০:০০
মুক্তি পেল 'অবতার'-এর থিম সং
'অবতার' ছবির একটি দৃশ্য

এবার অন্তর্জালে মুক্তি পেল 'অবতার' চলচ্চিত্রের থিম সং। ২২ আগস্ট রাত ৮টায় বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। 'অবতার' শিরোনামে গানটির সঙ্গীতায়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু। রোহান মাহমুদের কোরিওগ্রাফিতে গানটির চিত্রায়ণ করেছেন মেহেদী রনি। চলচ্চিত্রটির টিজার, গান, আইটেম সং মুক্তি পেয়ে ইউটিউবে বেশ সাড়া জাগায়। এর মধ্যে আইটেম সং 'রঙিলা বেবী' এখন পর্যন্ত প্রায় দুই মিলিয়ন দর্শক দেখেছে। ছবির পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, 'আমি আমার প্রথম চলচ্চিত্র অবতার নির্মাণ করেছি দর্শক বিনোদনের কথা চিন্তা করে। তাই দর্শক মনোরঞ্জনের সব অনুষঙ্গই দেয়ার চেষ্টা করেছি। তার উদাহরণ হিসেবে থিম সং, আইটেম সং ও অন্য বিষয়গুলো সাজিয়েছি। আশা করি, দর্শকের ভালো লাগবে।'

'অবতার' চলচ্চিত্রে গান থাকছে পাঁচটি। গানগুলো লিখেছেন শহীদুলস্নাহ ফরায়জী, তারিক তুহিন ও মাহমুদ হাসান শিকদার। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন, জাভেদ আহমেদ কিসলু ও কিশোর। চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন- এসআই টুটুল, ন্যান্সি, ঐশী, পুলক, সজল, জুঁই ও মিম।

আগামী ১৩ সেপ্টেম্বর দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে 'অবতার'। মাহমুদ হাসান শিকদারের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আমিন খান, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রত এবং নবাগত জেএইচ রুশো প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে