শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

লিভ টুগেদার করছেন ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক
  ২৫ আগস্ট ২০১৯, ০০:০০
লিভ টুগেদার করছেন ব্রিটনি স্পিয়ার্স
প্রেমিক সেম আসগারির সঙ্গে ব্রিটনি স্পিয়ার্স

পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স গানের বাইরেও মাঝে মধ্যেই বিভিন্ন কান্ড ঘটিয়ে খবরের শিরোনামে পরিণত হন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ফাঁস হলো নতুন এক তথ্য। ব্রিটনি স্পিয়ার্স তার প্রেমিক মডেল সেম আসগারির সঙ্গে লিভ টুগেদার করছেন। ব্রিটনির বাড়িতেই থাকছেন তারা। গত দুই মাস ধরেই তারা একসঙ্গে রয়েছেন।

গত বেশ কদিনই ব্রিটনি বাড়ি থেকে বের হতে দেখা যায় সেমকে। বিষয়টি নজর এড়ায়নি সংবাদকর্মীদেরও। আর সে কারণেই সেমের বিষয়টি নিয়ে প্রশ্ন করেন তারা। সেম বলেন, হঁ্যা ব্রিটনি ও আমি একসঙ্গে থাকছি। আমরা খুব সুন্দর সময় কাটাচ্ছি। এই সময়টা আমার জীবনের অন্যতম সময়। ব্রিটনি ও আমি একে অপরকে আরও ভালো করে বোঝার চেষ্টা করছি। এদিকে এ ঘটনা সামনে আসার পর ব্রিটনির কাছেও সংবাদকর্মীরা বিষয়টি নিয়ে জানতে চান। কিন্তু এড়িয়ে যান এ পপ তারকা। উত্তরে তিনি কেবল একটি কথাই বলেছেন। সেটা হলো- 'নো কমেন্ট'। এদিকে এরইমধ্যে বিদেশি সংবাদমাধ্যমগুলোতে ফলাও করে প্রকাশ হচ্ছে ব্রিটনি ও সেমের একসঙ্গে থাকার বিষয়টি। সব মিলিয়ে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে