মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈদের নাটকের আলোচিত ৬ পরিচালক

নতুনধারা
  ২১ আগস্ট ২০১৯, ০০:০০
আপডেট  : ২১ আগস্ট ২০১৯, ১২:২৬

বিনোদন রিপোর্ট ঈদুল ফিতরের মতো কোরবানি ঈদেও কয়েক শতাধিক নাটক ও টেলিফিল্ম প্রচারিত হয়েছে বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে। তবে প্রতিবারের চেয়ে অনেকটাই ভিন্নতার ছোঁয়া ছিল এবারের ঈদের নাটকে। অনেক মেধাবী তরুণ নির্মাতাই নাটক নির্মাণে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। তাদের মধ্যে আলোচনার দিক থেকে বেশি এগিয়ে রয়েছেন এ সময়ের ছয় তরুণ নির্মাতা। তারা হলেন, মাবরুর রশীদ বান্নাহ্‌, আশফাক নিপুণ, ইফতেখার আহমেদ ফাহমি, কাজল আরেফিন অমি, মহিদুল মহিম এবং মিজানুর রহমান আরিয়ান। যারা বছরজুড়েই আলোচনায় ছিলেন। ব্যস্ত নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্‌ নতুন করে মুগ্ধতা ছড়ালেন তার 'আশ্রয়' নাটকটি দিয়ে। পারিবারিক ও বাস্তবতার আলোকে নির্মিত নাটকটি বেশ দৃষ্টিনন্দন ছিল। এ ছাড়াও তার 'লেডি কিলার টু' নাটকটিও আলোচনায় এসেছে। দর্শকপ্রিয় পরিচালক আশফাক নিপুণ এবারও বেশ কয়েকটি ভিন্ন ধারার নাটক দিয়ে আলোচনার ধারা অব্যাহত রেখেছেন। তার পরিচালনায় 'এই শহরে' ও 'আগন্তুক' দর্শকদের বেশ সাড়া ফেলেছে। আরেক মেধাবী পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি অনেক দিন পর এবারের ঈদে নাটক নির্মাণ করে দর্শকদের মাঝে আলোড়ন তুলেছেন এ 'কিংকর্তব্যবিমূঢ়' নাটকের মাধ্যমে। অন্যদিকে দর্শক ও সুধীমহলে প্রশংসা পায় সময়ের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমির 'ব্যাচেলর ঈদ', 'বিউটি ফুল' ও 'মি অ্যান্ড ইউ' নাটকগুলো ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছে। আলোচনায় এসেছে তরুণ জনপ্রিয় নির্মাতা মহিদুল মহিমের 'গোলাপী কামিজ', 'প্রশংসায় পঞ্চমুখ' ও 'মোবাইল চোর' নাটক তিনটিও। রোমান্টিক, কমেডি ও সামাজিক ম্যাসেজ নিয়ে নির্মিত নাটকগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে । 'বড় ছেলে'খ্যাত পরিচালক মিজানুর রহমান আরিয়ানের নাটকেও দেখা গেছে ভিন্নতার আবেশ। তার পরিচালনায় 'লাইফ ইন্সু্যরেন্স' ও 'কেস ৩০৪০' নাটক দুটির প্রশংসা করছেন দর্শক। এ ছাড়াও সাগর জাহানের 'মায়া সবার মতো না', শাফায়েত মনসুর রানার 'আমাদের সমাজ বিজ্ঞান', অনিমেষ আইচের 'ফেরা', তপু খানের 'ফ্রাই ডে লাভ', ইমরাউল রাফাতের 'লাকী ভাই' নাটকগুলোও আলোচনায় ছিল এবার। সবগুলো নাটকই ছিল পারিবারিক ও রোমান্টিক ঘরানার। নির্মাণশৈলীর কারণেই নাটকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে