বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের প্রথম তিন দিনের অনুষ্ঠানমালা

প্রতিবারের মতো এবারও দেশের প্রায় সবকটি টিভি চ্যানেলই সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা প্রচারের আয়োজন করছে। নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন রকম ম্যাগাজিন, সংগীতানুষ্ঠানসহ রকমারি সব অনুষ্ঠানের পসরা সাজানো হয় টিভি চ্যানেলগুলোতে। সেসব অনুষ্ঠানমালা থেকে ঈদের প্রথম তিনদিনের নাটক ও টেলিফিল্মের অনুষ্ঠান সূচি তুলে ধরা হলো পাঠকদের জন্য-
নতুনধারা
  ১১ আগস্ট ২০১৯, ০০:০০
চ্যানেল আইতে ঈদের দ্বিতীয় দিন বিকাল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম 'আগুনের মেয়ে'।

ঈদের দিন

এটিএন বাংলা : নাটক ফাহিম দ্য গ্রেট ফাজিল ২ [সন্ধ্যা ৬টা] : পরিচালনা মোহন খান। অভিনয়ে জাকিয়া বারী মম, সজল, ভাবনা। নাটক অজ্ঞ-বিজ্ঞ সমাচার [রাত ৮টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা হানিফ সংকেত। অভিনয়ে আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, মম। টেলিফিল্ম রোদ দুপুরে হঠাৎ বৃষ্টি [রাত ১১টা ৩০ মিনিট] : পরিচালনা প্রতীক আহমেদ। অভিনয়ে মৌসুমী হামিদ, নাঈম, নাদিয়া মীম।

চ্যানেল আই : নাটক পরীর নাম ময়নাপক্ষী [সন্ধ্যা ৭টা ৪০ মিনিট] : রচনা কাজী শহিদুল ইসলাম, পরিচালনা সালাহউদ্দিন লাভলু। নাটক বালিশ বিলাস [রাত ৯টা ৩৫ মিনিট] : রচনা ও পরিচালনা ফেরদৌস হাসান। অভিনয়ে আবুল হায়াত, সুমাইয়া শিমু।

একুশে টেলিভিশন : নাটক পিক পকেট [দুপুর ১টা] : রচনা তিতলি মাহবুব, পরিচালনা রাহাত মাহমুদ। অভিনয়ে জোভান, মিতু। নাটক বিয়ে হবে [রাত ৮টা] : রচনা এস সিরাজী, পরিচালনা স্বাধীন ফুয়াদ। অভিনয়ে মিশু সাব্বির, নাদিয়া মিম।নাটক বাও বাতাস [রাত ১০টা] : অভিনয়ে চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া।

এনটিভি : টেলিফিল্ম কোরবানি [দুপুর ২টা ৩০ মিনিট] : রচনা আবির ফেরদৌস, পরিচালনা শহীদ উন নবী। অভিনয়ে সজল, মিশু সাব্বির, মৌসুমী হামিদ, অর্ষা। নাটক তোমার চোখে চেয়ে [রাত ৮টা] : রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে অপূর্ব, সাবিলা। নাটক পাদুকা সমাচার [রাত ৯টা ২৫ মিনিট] : রচনা ও পরিচালনা তৌকীর আহমেদ। অভিনয়ে তৌকীর আহমেদ, রওনক হাসান, অর্ষা। নাটক ভালোবাসার রঙ থাকে না [রাত ১১টা ১০ মিনিট] : রচনা মেজবাহউদ্দিন সুমন, পরিচালনা সাজ্জাদ সুমন। অভিনয়ে নিশো, তানজিন তিশা।

আরটিভি : নাটক বেস্ট ফ্রেন্ড ২ [সন্ধ্যা ৭টা ৫০ মিনিট] : রচনা আশরাফুল চঞ্চল, পরিচালনা শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, শখ। নাটক জোকার জসিম [রাত ৮টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে মোশাররফ করিম, সাবিলা নূর। নাটক অহংকার [রাত ১০টা] : রচনা রিয়াজুল আলম, পরিচালনা শেখ সেলিম। অভিনয়ে নোবেল, শখ। নাটক রূপা ভাবী [রাত ১১টা ৫ মিনিট] : রচনা মেজবাহউদ্দিন সুমন, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তারিন জাহান।

টেলিফিল্ম কোনও এক বিকেলে হলুদ শাড়ি [রাত ১১টা ৪৫ মিনিট] : রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে তাহসান, নুসরাত ইমরোজ তিশা।

বাংলাভিশন : টেলিফিল্ম বাহিরে উড়ে জোছনা [দুপুর ২টা ১০ মিনিট] পরিচালনা মোহন খান। অভিনয়ে সজল, ভাবনা। নাটক মি অ্যান্ড ইউ [বিকেল ৫টা ৫ মিনিট] : রচনা ও পরিচালনা কাজল আরেফিন অমি। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা। নাটক ব্যাচেলর ঈদ [বিকেল ৫টা ৫৫ মিনিট] : রচনা ও পরিচালনা কাজল আরেফিন অমি। অভিনয়ে তৌসিফ, মিশু সাব্বির, সাফা কবির। নাটক রাজকুমারী কিংবা লাবণ্যর গল্প [সন্ধ্যা ৭টা ৫০ মিনিট] : পরিচালনা ইমরান ইমন। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, সজল, ফজলুর রহমান বাবু। নাটক অপ্রত্যাশিত ভালোবাসা ৩ [রাত ৯টা ৫ মিনিট] রচনা সেজান নূর, পরিচালনা মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন।

মাছরাঙা : নাটক ওয়াটার [রাত ৯টা] : রচনা রুম্মান রশীদ খান, পরিচালনা সীমান্ত সজল। অভিনয়ে তারিক আনাম খান, সুমাইয়া শিমু। নাটক কিডন্যাপড [রাত ১০টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা শাহনেওয়াজ রিপন। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নুসরাত ইমরোজ তিশা। টলিফিল্ম লাস্ট গুডবাই [রাত ১০টা ৩০ মিনিট] : গল্প সাফা কবির, চিত্রনাট্য ও পরিচালনা মেহেদী হাসান জনি। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির।

ঈদের দ্বিতীয় দিন

এটিএন বাংলা : নাটক বিউটিফুল [রাত ৮টা ৩০ মিনিট] : পরিচালনা কাজল আরেফিন অমি। অভিনয়ে নিশো, মেহজাবীন। টেলিফিল্ম ছোঁয়া [রাত ১১টা ৩০ মিনিট] : রচনা মাসুম কবীর, পরিচালনা মেহেদী হাসান জনি। অভিনয়ে সাফা কবির, তৌসিফ মাহবুব।

চ্যানেল আই : টেলিফিল্ম আগুনের মেয়ে [দুপুর ২টা ৩০ মিনিট] : রচনা মেজবাহউদ্দিন সুমন, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সানজিদা প্রীতি। নাটক সেতু [সন্ধ্যা ৭টা ৪০ মিনিট] : গল্প রাবেয়া খাতুন, চিত্রনাট্য ও পরিচালনা আবুল হায়াত। অভিনয়ে রওনক হাসান, মুমতাহিনা টয়া।

নাটক কাঠপেন্সিলের কাহিনি [রাত ৯টা ৩৫ মিনিট] : রচনা গোলাম সরয়ার, পরিচালনা মেহেদী হাসান জনি। অভিনয়ে মোশাররফ করিম, মৌসুমী হামিদ।

একুশে টেলিভিশন : নাটক মাস্টারজি [দুপুর ১টা] : রচনা রাশেদ শামিম, পরিচালনা আহসান হাবিব। অভিনয়ে মীর সাব্বির। নাটক আমি আবার তোমার আঙুল ধরতে চাই [রাত ৮টা] : রচনা অঞ্জন আইচ, পরিচালনা দীপু হাজরা। অভিনয়ে জোভান, অপর্ণা ঘোষ। নাটক ভালোবাসার শোকসভা [রাত ১০টা] : পরিচালনা সেলিম আখন্দ। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা।

এনটিভি : টেলিফিল্ম কেস ৩০৪০ [দুপুর ২টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপি করিম, অপূর্ব, মিথিলা। নাটক মুগ্ধ ব্যাকরণ [রাত ৮টা] : রচনা মোসাব্বের হোসেন মুয়ীদ, পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে মোশাররফ করিম, জাকিয়া বারী মম। নাটক ছোট পাখি [রাত ৯টা ২৫ মিনিট] : রচনা ও পরিচালনা গৌতম কৈরী। অভিনয়ে মিথিলা, ইরফান। নাটক পারফেক্ট ওয়াইফ [রাত ১১টা ১০ মিনিট] : রচনা পান্থ শাহরিয়ার, পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন।

আরটিভি : নাটক লাইফ মেট [সন্ধ্যা ৭টা ৫০ মিনিট] : রচনা ও পরিচালনা কাজল আরেফিন অমি। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা। নাটক আশ্রয় [রাত ৮টা ৩০ মিনিট] : গল্প আকবর হায়দার মুন্না, পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে মোশাররফ করিম, তাহসান, তিশা, মম। নাটক ঢাকাইয়া আশিক [রাত ১০টা] : রচনা ও পরিচালনা মিফতাহ আনান। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির। নাটক রোবটের নাম জাকির খান [রাত ১১টা ৫ মিনিট] রচনা ও পরিচালনা অঞ্জন আইচ। অভিনয়ে জাহিদ হাসান, সোহানা সাবা। টেলিফিল্ম আয়নার গল্প [রাত ১১টা ৪৫ মিনিট] : রচনা ও পরিচালনা অঞ্জন আইচ। অভিনয়ে আবুল হায়াত, সাদিয়া ইসলাম মৌ।

বাংলাভিশন : টেলিফিল্ম অপেক্ষার নাম তুমি [দুপুর ২টা ১০ মিনিট] : রচনা ও পরিচালনা জাকারিয়া সৌখিন। অভিনয়ে অপূর্ব, জাকিয়া বারী মম। নাটক ইনকমপিস্নট [বিকেল ৫টা ৫ মিনিট] : পরিচালনা কাজল আরেফিন অমি। অভিনয়ে তাহসান, মেহজাবীন। নাটক শিশির বিন্দু [বিকেল ৫টা ৫৫ মিনিট] : রচনা ও পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা। নাটক মায়া সবার মতো না [সন্ধ্যা ৭টা ৫০ মিনিট] : রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে তাহসান, মেহজাবীন। নাটক লাইফ ইন্সু্যরেন্স [রাত ৯টা ৫ মিনিট] : রচনা ও পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব, মিথিলা। নাটক রিলেশনশিপ [রাত ১১টা ৪৫ মিনিট] : পরিচালনা প্রবীর রায়। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন।

মাছরাঙা : নাটক দুষ্টু কুটুম [রাত ৯টা] : রচনা ও পরিচালনা সাদাত রাসেল। অভিনয়ে মনোজ প্রামাণিক, অপর্ণা। নাটক ভোল বদল [রাত ১০টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা সেরনিয়াবাদ শাওন। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তাসনুভা তিশা। টেলিফিল্ম ম্যারিজ ম্যাটেরিয়াল [রাত ১০টা ৩০ মিনিট] রচনা ও পরিচালনা খায়রুল পাপন। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা।

\হ

ঈদের তৃতীয় দিন

এটিএন বাংলা : নাটক হার্টবিট [সন্ধ্যা ৬টা] : পরিচালনা কাজল আরেফিন অমি। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা। নাটক ফিরে আসি বারবার [রাত ৮টা ৩০ মিনিট] : পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি। টেলিফিল্ম আড়াল [রাত ১১টা ৩০ মিনিট] : রচনা ইউসুফ আলী খোকন, পরিচালনা সাখাওয়াত মানিক। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, নাদিয়া মীম।

চ্যানেল আই : টেলিফিল্ম আঁধার কুমুদ [দুপুর ২টা ৩০ মিনিট] : রচনা মেজবাহউদ্দিন সুমন, পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন। নাটক নব্বই দিন [সন্ধ্যা ৭টা ৪০ মিনিট] : রচনা ও পরিচালনা রতন হাসান। অভিনয়ে চঞ্চল, মম। নাটক বাদশাহ আলমগীরের লটারি [রাত ৯টা ৩৫ মিনিট] : রচনা ও পরিচালনা মুরসালিন শুভ। অভিনয়ে মোশাররফ করিম, জাকিয়া বারী মম।

একুশে টেলিভিশন : নাটক ঘষা [দুপুর ১টা] : রচনা রুহুল আমিন, পরিচালনা আকাশ নিবিড়। অভিনয়ে আ খ ম হাসান, রিক্তা, জুয়েল। নাটক আজিব শিক্ষা সফর [রাত ৮টা] : রচনা অঞ্জন আইচ, পরিচালনা দীপু হাজরা। অভিনয়ে প্রভা, মনোজ প্রামাণিক। নাটক শূন্যতায় [রাত ১০টা] : রচনা জিয়াউদ্দিন, পরিচালনা সঞ্জীব সাহা সঞ্জু। অভিনয়ে আফরান নিশো, শার্লিন ফারজানা।

এনটিভি : টেলিফিল্ম ডুডল অব লাভ [দুপুর ২টা ৩০ মিনিট] : রচনা মুশফিকুর রহমান, পরিচালনা মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা। নাটক রঞ্জনা আমি আবার আসব [রাত ৮টা] : রচনা অপূর্ণ রুবেল, পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন। নাটক একটু পর রোদ উঠবে [রাত ৯টা ২৫ মিনিট] : রচনা ও পরিচালনা ফাহাদ আল মুক্তাদির, পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে তিশা, মুশফিক ফারহান।

আরটিভি : নাটক হ্যাশট্যাগ মিটু [সন্ধ্যা ৭টা ৫০ মিনিট] : রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, শহীদুজ্জামান সেলিম। নাটক ক্ষণিকের আলো [রাত ৮টা ৩০ মিনিট] : রচনা পান্থ শাহরিয়ার, পরিচালনা সাগর জাহান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, অপি করিম। নাটক কে আঁকে অন্য ছবি [রাত ১০টা] : রচনা ও পরিচালনা অঞ্জন আইচ। অভিনয়ে জাকিয়া বারী মম, জোভান, অপর্ণা ঘোষ। নাটক মিস্টার পরিষ্কার [রাত ১১টা ৫ মিনিট] : রচনা ফাহাদ আল মুক্তাদির, পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে তাহসান, তিশা। টেলিফিল্ম শঙ্খিনী [রাত ১১টা ৪৫ মিনিট] : রচনা মেজবাহউদ্দিন সুমন, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, রিচি সোলায়মান।

বাংলাভিশন : টেলিফিল্ম কাছে দূরে [দুপুর ২টা ১০ মিনিট] : রচনা ও পরিচালনা মহিদুল ইসলাম। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন চৌধুরী। নাটক লাকি ভাই [বিকেল ৫টা ৫ মিনিট] : পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা। নাটক খবরওয়ালা [বিকেল ৫টা ৫৫ মিনিট] : রচনা আওরঙ্গজেব, পরিচালনা রাফাত মজুমদার। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন। নাটক লেডি কিলার ২ [সন্ধ্যা ৭টা ৫০ মিনিট] : রচনা ও পরিচালনা মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে তাহসান, তিশা। নাটক ট্রাস্ট মি [রাত ৯টা ৫ মিনিট] : রচনা মুনতাহা বৃত্তা, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, রিচি সোলায়মান। নাটক সেই রকম বাকি খোর [রাত ১১টা ৪৫ মিনিট] : পরিচালনা আশরাফুল চঞ্চল, পরিচালনা মারুফ মিঠু। অভিনয়ে মোশাররফ করিম, ঈশানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62164 and publish = 1 order by id desc limit 3' at line 1