logo
বুধবার ১৬ অক্টোবর, ২০১৯, ১ কার্তিক ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ২৭ জুন ২০১৯, ০০:০০  

অভিনয় ছাড়লেন নওশীন!

অভিনয় ছাড়লেন নওশীন!
নওশীন নাহরীন মৌ
হালের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী নওশীন। শোবিজ অঙ্গনে পা রাখেন রেডিও জোকি হিসেবে। পরবর্তীতে উপস্থাপনা, মডেলিং ও অভিনয়ে নিয়মিত হন তিনি। ক্যারিয়ার জুড়েই নানা কারণে আলোচিত ছিলেন এ অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, ছোট পর্দায় আর কখনই দেখা যাবে না তাকে। এ বিষয় নওশীনের ভাষ্য, 'অভিনয় অঙ্গন থেকে দূরে থাকার সিদ্ধান্তটা আগে থেকেই ছিল। তবুও বিভিন্ন কারণে হয়ে উঠছিল না। এবার পরিকল্পনাটিই বাস্তবায়ন করেছি। এখন থেকে আমাকে আর অভিনয়ে দেখা যাবে না। আপাতত অভিনয়ের কোনো কাজ নেই আমার হাতে। আর ভবিষ্যতেও নতুন কোনো কাজে যুক্ত হবো না। সম্প্রতি ওমরা হজ করে এসেছেন নওশীন। এরপরই অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত জানালেন তিনি।

নওশীন রেডিও টুডে'র আরজে হিসেবে তুমুল পরিচিতি পান। পরে 'জেগে আছো কি' অনুষ্ঠানের মধ্য দিয়ে টিভি উপস্থাপনায় নাম লেখান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ছোট পর্দায় রাজিব আহমেদের নির্দেশনায় 'নিয়তি নিয়তি নিতান্তই' নাটকে পার্থ বড়ুয়া ও তিন্নির সঙ্গে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন নওশীন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে