বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২০ মে ২০১৯, ০০:০০

চলে গেলেন

মায়া ঘোষ

বিনোদন রিপোর্ট

মঞ্চ নাটক, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ (৭০) আর নেই। রোববার (১৯ মে) সকাল ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বড় ছেলে দীপক ঘোষ এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন মা। রোববার বিকাল নাগাদ যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়।'

২০০০ সালে ক্যানসারে আক্রান্ত হন মায়া ঘোষ। এরপর ২০০১ সালে কলকাতার সরোজগুপ্ত ক্যানসার হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। ২০০৯ সালের দিকে অনেকটা সুস্থ হয়ে ওঠেন তিনি।

কিন্তু ২০১৮ সালের অক্টোবর মাসে আবারও অসুস্থ হয়ে পড়েন এই প্রবীণ অভিনেত্রী। চলতি বছরের জানুয়ারিতে তাকে ফের কলকাতার হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ এপ্রিল তাকে দেশে ফিরিয়ে আনা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে যশোরের বেসরকারি কুইন্স হসপিটালে ভর্তি করা হয় সম্প্রতি। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যশোরের মণিরামপুর উপজেলার প্রতাপকাটি গ্রামে ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মায়া ঘোষ। তার বাবার নাম শংকরপ্রসাদ গাঙ্গুলি। মঞ্চ নাটক, টিভি ও চলচ্চিত্র অঙ্গনে মায়া ঘোষের ছিল সরব উপস্থিতি। ১৯৮১ সালে 'পাতাল বিজয়' চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে এটিএন বাংলার ধারাবাহিক 'ডিবি'তে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

টিভিতে আরও এক

তুর্কি সিরিয়াল

বিনোদন রিপোর্ট

কোসেম সুলতান হয়ে মাতানো বেরেন সাত এবার বাংলাদেশি দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন নতুন আরেক চরিত্রে। তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ফাতমাগুল' এবার প্রচারিত হবে দীপ্ত টিভিতে। এই সিরিয়ালেও নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বেরেনকে।

এটি কোনো ইতিহাসভিত্তিক কাহিনির ওপর তৈরি সিরিয়াল নয়। এটা আধুনিক ভাবনার একটি নির্মাণ। যেখানে একজন নারীকে সংগ্রাম করে যেতে হয়েছে জীবনের প্রতিটি পদক্ষেপে।

প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে বিপুল জনপ্রিয়তা লাভের পর, 'অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী নারীর সংগ্রাম' নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ফাতমাগুল' ২ জুন থেকে প্রচার শুরু হবে বাংলাদেশেও। প্রতি সপ্তাহের শনি থেকে শুক্রবার সপ্তাহে ৭ দিন ফাতমাগুল দেখা যাবে রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভির পর্দায়।

বাংলাদেশ বেতারে

সানী-মৌসুমী

\হ

বিনোদন রিপোর্ট

আসন্ন ঈদে বাংলাদেশ বেতারে অন্যরকমভাবে উপস্থিত হচ্ছেন চলচ্চিত্র তারকা দম্পতি ওমরসানী ও মৌসুমী। বেতার আয়োজিত অনুষ্ঠানের নাম। 'সিনে রঙ' ও 'উত্তরণ' নামের দুটি অনুষ্ঠানে দেখা যাবে তাদের। অনুষ্ঠানটি উপস্থাপনার করছেন আলোচিত উপস্থাপক মাজহারুল ইসলাম। জানা গেছে, মাজহারুল ইসলামের আমন্ত্রণেই তারা দু'জন এই অনুষ্ঠানে এরই মধ্যে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে সানী ও মৌসুমী দু'জনই ছিলেন বেশ উচ্ছ্বসিত। ওমরসানী বলেন, ' বাংলাদেশ বেতারে কখোনই যাওয়া হয়নি। এত বছর পর মৌসুমী এবং আমি বাংলাদেশ বেতারে গেলাম। আমাদের দু'জনেরই এত ভালো লেগেছে যা বলার মতো না। অবশ্য গিয়েছি মাজহার ভাইয়ের জন্য। তিনি অনেকবার অনুরোধ করেছেন যাওয়ার জন্য। তার আন্তরিকতার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা দু'জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।'

মৌসুমী বলেন, 'মাজহার ভাই আমাদের সবার শ্রদ্ধার একজন মানুষ। বাংলাদেশের সিনেমা বিকাশের ক্ষেত্রে তারও অবদান রয়েছে। সিনেমার জন্যই নিবেদিত হয়ে কাজ করেছেন তিনি।

আগামী ঈদের দিন রাত ৯টায় 'উত্তরণ' এবং ঈদের পরদিন দুপুর ১২টায় 'সিনে রঙ' প্রচার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50166 and publish = 1 order by id desc limit 3' at line 1