শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
পাল্টে যাচ্ছে হিসাব

ঈদে বিদেশী ছবির তোড়জোড়

নতুনধারা
  ২০ মে ২০১৯, ০০:০০
'শেষ থেকে শুরু' সিনেমার দৃশ্যে জিৎ-কোয়েল

বিনোদন রিপোর্ট

শুরুতে সহজ থাকলেও ক্রমেই যেন জটিল হয়ে উঠছে ঈদের ছবির হিসাব-নিকাশ। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই যেন তালিকা থেকে সংযোজন-বিয়োজন হচ্ছে ছবির নাম। এরইমধ্যে মুক্তির তালিকা থেকে বাদ পড়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি। অনিশ্চিত রয়েছে আরও দুটি তারকাসর্বস্ব ছবি। হঠাৎ করেই শোনা যাচ্ছে, আসন্ন ঈদ উৎসবে বাংলাদেশে ভারতীয় ছবি মুক্তির প্রস্তুতি চলছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জিৎ-কোয়েল অভিনীত কলকাতার ছবি 'শেষ থেকে শুরু' আমদানি করছে শাপলা মিডিয়া। এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ চলচ্চিত্রের বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। এটাকে নতুন এক ষড়যন্ত্র বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

ছবিপাড়াখ্যাত রাজধানীর কাকরাইলে খোঁজ নিয়ে জানা গেছে, এরইমধ্যে বিদেশি ছবির আমদানির করার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ছবিটি মুক্তি দিতে ইতোমধ্যে ভারত থেকে দেশে ফিরেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তবে বিষয়টি এখনো চূড়ান্ত করেননি তিনি। সেলিম খান গতকাল রোববার দুপুরে যায়যায়দিনকে বলেন, 'শেষ থেকে শুরু' ছবিটি এখনো কলকাতায় সেন্সর পায়নি। ওখানে আগে সেন্সর পাবে তারপর বাংলাদেশের হিসাব। তবে এবারের ঈদে আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবি মুক্তির বিষয় নিয়ে আমরা নিজেরা বৈঠকে বসব। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এর বেশি কিছু বলতে চাই না।'

এর আগে ২০১৮ সালের ১০ মে নিপা এন্টারপ্রাইজের মালিক সেলিনা বেগমের করা এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা ও পয়লা বৈশাখের সময় ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবি এবং যৌথ প্রযোজনার ছবি আমদানি ও প্রদর্শন বন্ধের আদেশ দেন। সেই নিষেধাজ্ঞা এখনও বলবৎ আছে। তবুও কী করে ঈদের মতো বড় উৎসবে ভারতীয় ছবি মুক্তি পায়! বিষয়টি নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, 'ঈদে কলকাতার একটি ছবি মুক্তি দেয়ার চেষ্টা চলছে এটা আমি শুনেছি। কিন্তু বিষয়টি কিভাবে সম্ভব? যেখানে আদালতে নিষেধাজ্ঞা আছে।'

এদিকে আদালত যদি নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবেন জানিয়ে গুলজার বলেন, 'আমাদের উৎসব মানে আমাদের ছবি থাকবে। বাংলাদেশের ছবি থাকতে এখানে ভিন দেশের কোনো ছবি মুক্তি পাবে কেন? এটা মেনে নেয়া যায় না। এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমরা কখনোই হতে দিতে পারি না। হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে আমরা জরুরি মিটিং ডেকে পদক্ষেপ নেব। আমরা চাই না ঈদের মতো বড় উৎসবে বিদেশি ছবি মুক্তি পাক।'

জানা গেছে, বিদেশি ছবি আমদানি নিয়ে যিনি রিট করেছেন তার সঙ্গে আলোচনা করে তাকে রিট উঠিয়ে নিতে অনুরোধ করবেন সেলিম খান। রিট উঠিয়ে নেয়ার পরেই তিনি কলকাতার ছবিটি মুক্তি দেবেন।

এবারের ঈদে শাপলা মিডিয়ার 'শাহেনশাহ' ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু ঈদের সময় ক্রিকেট বিশ্বকাপের কারণে ছবিটি মুক্তি পাচ্ছে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন সেলিম খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50161 and publish = 1 order by id desc limit 3' at line 1