logo
বুধবার ২১ আগস্ট, ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০  

শখের মিডিয়া ছাড়ার গুজব

শখের মিডিয়া ছাড়ার গুজব
আনিকা কবীর শখ
মিডিয়া ছেড়ে দিলেন শখ- গতকাল দেশের অনেক অনলাইন পোর্টালে এরকম খবর চাউর হওয়ায় দিনভর এ নিয়ে শোরগোল ছিল শোবিজ অঙ্গনে। বিষয়টির নিশ্চয়তা জানতে যোগাযোগ করা হয় আনিকা কবীর শখের মুঠোফোনে। কিন্তু শখের মুঠোফোনটি বন্ধ পাওয়া গেলে তার মায়ের নাম্বারে ফোন করা হয়। ফোন রিসিভ করে শখের মা শাহিদা কবির বলেন, 'মিডিয়া ছাড়ার কোনো কারণ নেই। অনেকদিন ধরে আমি অসুস্থ। শখ আমাকে দেখাশোনা করেছে। ফলে খুব একটা বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে না সে। ফোনটাও রিসিভ করতে পারছে না। এ জন্য হয়তো অনেকে মনগড়া খবর ছাপাচ্ছে।'

শখের ফোন নম্বর বন্ধের বিষয়টি জানতে চাইলে তার মা শাহিদা কবির বলেন, হয়তো কোনো কাজে ব্যস্ত রয়েছেন তাই ফোন বন্ধ রয়েছে।

এদিকে শখের কাজে ফেরার খবর জানতে বেশ ক'জন নাট্য নির্মাতার সঙ্গে যোগাযোগ করেও সঠিক কোনো তথ্য মেলেনি। তারা জানান, শখের সঙ্গে যোগাযোগ নেই অনেকদিন। নাটকে এখন অনেক শিল্পী। কেউ একটু আড়ালে গেলে তাকে আর কেউ মনে রাখে না। শখ কোনো নির্মাতার সঙ্গে কাজ করছেন কি-না সে বিষয়েও সঠিক কোনো তথ্য নেই তাদের কাছে। আনিকা কবীর শখ সর্বশেষ 'ডি ২০' নামের একটি ধারাবাহিক নাটকে শুটিং করেছেন। তাও একবছর আগে। এরপর তাকে আর দেখা যায়নি নতুন কোনো কাজে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে