logo
সোমবার ২০ মে, ২০১৯, ৬ জ্যৈষ্ঠ ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ১৫ মার্চ ২০১৯, ০০:০০  

ভাবনার 'আকাশ ভাঙা বৃষ্টি'

ভাবনার 'আকাশ ভাঙা বৃষ্টি'
আশনা হাবিব ভাবনা
নতুন একটি নাটকে অভিনয় করলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাটকে নাম 'আকাশ ভাঙা বৃষ্টি'। এতে তার সহশিল্পী আব্দুর নুর সজল। জহির করিমের রচনায় নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এস এম রুবেল রানা। প্রযোজনা করেছে এ ভি আই। ভাবনা বলেন, 'আমার প্রিয় সহশিল্পীদের মধ্যে অন্যতম সজল ভাইয়া। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময় দারুণ। এবারও হয়েছে তাই। নাটকটির গল্পে চমক আছে। দর্শক বিনোদন পাবেন।'

নাটকের গল্পের প্রশংসা করে সজলে বলেন, 'দর্শক নাটকটি দেখলেই বুঝতে পারবেন গল্পটা তাদের মন ছুঁয়ে যাবে।'

ভাবনা ও সজল ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন চাষী আরিফ, তালহা খান প্রমুখ। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। কিছুদিন পরে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। শিগগির এই জুটিকে এক ফ্রেমে

দেখতে পাবেন দর্শক।

ভাবনা অভিনীত দুটি ধারাবাহিক নাটক দুটি চ্যানেলে প্রচার হচ্ছে। এরমধ্যে বাংলাভিশনে এস এ হক অলিকের পরিচালনায় 'জায়গির মাস্টার' নাটকে ভাবনা সাধারণ এক নারীর চরিত্রে অভিনয় করলেও 'সোনালী দিন' নাটকে অভিনয় করেছেন অন্যরকম এক নারীর চরিত্রে। যে কিনা একজন নারী নির্মাতা। মাতিয়া বানু শুকুর রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী। এ ছাড়া নাগরিক টিভির জন্য 'জোসনাময়ী' নতুন ধারাবাহিকে অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

নাটকে চরিত্র নিয়ে ভাবনা বলেন, 'যেহেতু টিভি পর্দায় নিজেকে বারবার দেখানোর ইচ্ছে আমার একেবারইে নেই। তাই বেছে বেছে কাজ করি। সংখ্যার চেয়ে মানই আমার কাছে বড় বিষয়। অনেক প্রস্তাব এলেও সব করি না। কাজের ক্ষেত্রে নাটকের স্ক্রিপ্ট ও চরিত্রের গুরুত্ব বিবেচনা করেই কাজ করে থাকি। একই চরিত্রে বারবার অভিনয় না করে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে ভাঙতে চাই।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে