বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

শাকিব ছাড়া কাজ করবেন না বুবলী!

বিনোদন রিপোটর্
  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
শাকিব ছাড়া কাজ করবেন না বুবলী!
বুবলী

তিন বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা বুবলী। ঢালিউডের চলমান সময়ের শীষর্স্থানীয় তারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করেই যাত্রা শুরু হয় তার। আর তখন থেকেই শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের সঙ্গে কাজ করেননি বুবলি। এই নায়িকা এ পযর্ন্ত যে কয়টি ছবি করেছেন, তার সব ছবির নায়কই শাকিব খান। যে কয়টি ছবি বাজারে আসছে, সেসব ছবির নায়কও শাকিব। শুধু তাই নয়, এ পযর্ন্ত যত ছবি সাইন করেছেন, তার সবকটি ছবির নায়কও শাকিব খান।

এ নিয়ে অনেক ঘটনা-রটনা ও গুজব-গুঞ্জন ডালপালা ছড়ায় মিডিয়ায়। এমনকি তাদের গোপন বিয়ে এবং রোমান্সের খবরও প্রকাশ করা হয় গণমাধ্যমে। কিন্তু তারপরেও শাকিব খান ছাড়া ছবি করবেন না বলেই স্পষ্ট জানিয়ে দিলেন এই অভিনেত্রী।

বুবলী বলেন, শাকিব ছাড়া আমি ছবি করব না, এভাবে আমি কখনও বলিনি। আমার কাছে সে ধরনের গল্প তো আসতে হবে। শাকিব খান আমাদের দেশের এক নম্বর নায়ক। তার সঙ্গে তো সব নায়িকা কাজ করতে চাইবেন- এটিই স্বাভাবিক। আর ভালো বাজেট, ভালো চরিত্রের দেখা না পেলে কেন অন্যদের সঙ্গে কাজ করব? তাই আপাতত শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের বিপরীতে কাজ করার কথা ভাবছি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে