শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে ‘আয়না বিবির পালা’

বিনোদন রিপোটর্
  ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগরের হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থার রজত জয়ন্তী বষের্ এপার বাংলা-ওপার বাংলা উৎসবে আগামীকাল সোমবার প্রদশির্ত হবে নাট্যধারার নাটক ‘আয়না বিবির পালা’। রবিউল আলমের নাট্যরূপ ও নিদের্শনায় নাটকটির নবনিদের্শনা ও কোরিওগ্রাফ করেছেন লিটু সাখাওয়াত। উৎসবে উদ্ধোধনী মঞ্চায়ন হবে নাট্যধারা প্রযোজিত ‘টিক টক’ পথনাটকের। পথনাটক রচনা ও নিদের্শনায় লিটু সাখাওয়াত।

‘আয়না বিবির পালা’ নাটকের দ্বিতীয় প্রদশর্নী অনুষ্ঠিত হবে কলকাতার দক্ষিণেশ্বর নাট্যোৎসবে। আবহমান বাংলার চিরায়ত নাট্যরীতি ‘পালা’।

নাটকের সংগীত পরিচালনা করেছেন লিটু সাখাওয়াত এবং সব্যসাচী চঞ্চল। পোশাক ও মুখোশ ডিজাইন করেছেন শুচিস্মীতা বোস শাওলী। সেট করেছেন রফিকুল ইসলাম এবং আলোক পরিকল্পনায় আছেন শাকিল আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32901 and publish = 1 order by id desc limit 3' at line 1