logo
বৃহস্পতিবার ২৭ জুন, ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০  

মাঠে গড়াচ্ছে সালমানের ‘দাবাং-থ্রি’

মাঠে গড়াচ্ছে  সালমানের ‘দাবাং-থ্রি’
সালমান খান
প্রথম দুটি সিনেমার সফলতার পর দাবাং ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিমাের্ণর ঘোষণা দিয়েছেন নিমার্তারা। চুলবুল পাÐে চরিত্রে সালমানকে দেখার জন্য ভক্তরাও অধির আগ্রহে অপেক্ষা করছেন। গত বছর সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়।

সম্প্রতি দাবাং-থ্রি নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সিনেমাটির প্রযোজক আরবাজ খান বলেন, ‘দাবাং-থ্রি সিনেমার শুটিং এপ্রিলে শুরু হবে। যদিও আমরা এখনো লোকেশন নিয়ে কাজ করছি। এখন পযর্ন্ত সিনেমাটি নিয়ে আমি বলতে চাইÑ এতে সালমান খান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন এবং এটি পরিচালনা করবেন প্রভুদেবা।’

গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠানিকভাবে দাবাং-থ্রি সিনেমার ঘোষণা দেন সালমান খান, সোনাক্ষী সিনহা ও প্রভুদেবা। এরপর থেকে গুঞ্জন ওঠে সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটির গল্প তৈরি হয়েছে। এ প্রসঙ্গে আরবাজ বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবাং-থ্রি নিয়ে অনেক কিছু পড়েছি, কেউ বলেছে এটি রিমেক, আবার কেউ বলছেন এটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে। তবে আমি এখন এ বিষয়টি গোপনই রাখতে চাই।’

২০১০ সালে মুক্তি পায় দাবাং সিনেমাটি। আরবাজ খানের প্রযোজনায় এটি পরিচালনা করেন অভিনব কাশ্যপ। ২০১২ সালে এসে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি দাবাং-টু। প্রযোজনার পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেন আরবাজ খান। সিনেমা দুটিতে সালমানের বিপরীতে অভিনয় করেন সোনাক্ষী সিনহা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে