logo
মঙ্গলবার ১৬ জুলাই, ২০১৯, ১ শ্রাবণ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১২ জুলাই ২০১৮, ০০:০০  

আসছে হাউসফুল-৪

বলিউডের জনপ্রিয় কমেডি ছবিগুলোর একটি ‘হাউসফুল’। ২০১০ সালে মুক্তি পাওয়ার পর জনপ্রিয়তা পায় ছবিটি। ছবিটির বিভিন্ন চরিত্রে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, দীপিকা পাড়–কোন ও বোমান ইরানি অভিনয় করেন। হাউসফুলের ব্যাপক সাফল্যে ২০১২ সালে হাউসফুল-২ ও ২০১৬ হাউসফুল-৩ মুক্তি পায়। এ দুটি সিরিজেই অক্ষয় ও রিতেশ অভিনয় করেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবার আসছে ‘হাউসফুল-৪’। এরই মধ্যে ছবির শুটিংও শুরু হয়েছে। এবারও অক্ষয় আর রিতেশ থাকছেন। তবে পরিচালক সাজিদ খান অভিনেতা ববি দেওলকে নিয়েছেন এই ছবিতে। তারকাবহুল এই ছবিটি ২০১৯ সালে দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘হাউসফুল-৪’ ছবির শুটিংয়ের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন ববি দেওল ও অক্ষয় কুমার। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘হাউসফুল-৪’ ছবিটিতে কৃতী স্যানন ও জনি লিভার অভিনয় করবেন। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে