logo
শুক্রবার ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০ ফাল্গুন ১৪২৫

  বিনোদন ডেস্ক   ১১ জুলাই ২০১৮, ০০:০০  

প্রথম বিজ্ঞাপনেই এক কোটি রুপি

প্রথম বিজ্ঞাপনেই  এক কোটি রুপি
প্রিয়া প্রকাশ
দক্ষিণী ছবি ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানে প্রিয়া প্রকাশের চোখের ইশারায় মজেছিল ইন্টারনেট দুনিয়া। এবার বিজ্ঞাপনের মাধ্যমে পদার্য় এসে ফের একবার সবার চোখের ঘুম কাড়তে চলেছেন প্রিয়া। জানা গেছে, জীবনের প্রথম বিজ্ঞাপনের জন্য প্রিয়া পারিশ্রমিক হিসাবে পাচ্ছেন ১

কোটি রুপি। জাতীয়স্তরের কোনো বিজ্ঞাপন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে প্রিয়ার।

শুক্রবার সকালে শুটিং শুরু করতে যাচ্ছেন প্রিয়া। নবাগতা হিসাবে প্রিয়ার

পারিশ্রমিকের অঙ্কটা যে বেশ ভালোই তা আর বলার অপেক্ষা রাখে না। এ

ছাড়া প্রিয়া প্রকাশ ওয়ারিয়র নাকি প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টের জন্যও প্রায়

সাড়ে ৭ লাখ টাকা করে নিচ্ছেন। প্রিয়ার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা

৫০ লাখেরও বেশি। মাত্র একদিনেই নাকি প্রায় ৬ লাখ মানুষ

ইনস্টাগ্রামে তার ফলোয়ার হয়েছে। এক্ষেত্রে ইনস্টাগ্রাম ফলোয়ারের

সংখ্যার বিচারে প্রিয়ার স্থান নাকি কাইলি জোনার ও ক্রিশ্চিয়ানো

রোনালদোর ঠিক পরেই। কিছুদিন আগে শোনা যায় প্রিয়াকে

নাকি ‘সিম্বা’ ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যেতে

পারে। যদিও পরে প্রিয়ার জায়গায় নেয়া হয় সারা

আলি খানকে। অচিরেই বলিউডে পা রাখতে

চলেছেন প্রিয়া।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে