মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অভিযুক্ত শাকিরা

বিনোদন ডেস্ক
  ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০
শাকিরা

এবার কর ফঁাকির অভিযোগ উঠেছে পপতারকা শাকিরার বিরুদ্ধে। জানা গেছে, বাহামায় বসবাসের কথা বলে কলম্বিয়ান গায়িকা শাকিরা ১৩ মিলিয়ন পাউন্ড কর পরিশোধ করেননি। স্প্যানিশ কর কতৃর্পক্ষ কলম্বিয়ান গায়িকা ও মানবহিতৈষী শাকিরার বিরুদ্ধে কর ফঁাকির অভিযোগ এনেছে। তারা অভিযোগ করেছেন, এ গায়িকা ১৩ মিলিয়ন পাউন্ড অথার্ৎ প্রায় সাড়ে ১৪ মিলিয়ন ইউরোর সমপরিমাণ অথর্ কর পরিশোধ করেননি। তিনি কারণ হিসেবে উল্লেখ করেছেন তার বাহামায় বসবাসের কথা, কিন্তু শাকিরা আসলে বসবাস করছেন স্পেনের কাতালোনিয়ায়।

শাকিরা বাহামা থেকে তার বাসস্থান বাসেের্লানায় সরিয়ে আনেন ২০১৫ সালে। বাসেের্লানার ফুটবলার জেরাডর্ পিকের সঙ্গে থাকছেন তিনি। এ যুগলের দুটি সন্তান রয়েছে।

কর কমর্কতাের্দর অভিযোগ, শাকিরা ২০১২ থেকে ২০১৪ সাল পযর্ন্ত কাতালোনিয়াতেই থেকেছেন, কাজেই তাকে বিশ্বজুড়ে ওই বছরগুলোয় আয় হওয়া অথের্র ওপর অবশ্যই কর দিতে হবে। স্পেন কতৃর্পক্ষের যুক্তি, শাকিরা বছরের অধিকাংশ সময় বাসেের্লানায় থাকেন, শুধু অল্প সময়ের জন্য স্পেনের বাইরে যান। এখন একজন বিচারক যাচাই করে দেখবেন এ অভিযোগে শাকিরাকে বিচারের মুখোমুখি হতে হবে কিনা।

এ বিষয়ে শাকিরার তরফে তার প্রতিনিধি কোনো মন্তব্য করতে রাজি হননি। শাকিরার আয়কর নিয়ে স্প্যানিশ বিচার বিভাগীয় তদন্ত শুরু হওয়ার ১১ মাস পর এ অভিযোগ প্রকাশ করা হলো।

গত বছর গাডির্য়ান পত্রিকা ও আরও কয়েকটি সংবাদ মাধ্যমের অনুসন্ধানে প্রকাশিত বিশ্ব অফশোর ব্যাংকিং রিপোটর্ প্যারাডাইস পেপারে শাকিরার নাম প্রকাশ পায়। প্রকাশিত ওই পেপারে বাসেের্লানায় বসবাসের পরিবতের্ তাকে বাহামায় বসবাসকারী হিসেবে তালিকাভুক্ত দেখানো হয়। সে সময় শাকিরার বাহামায় বসবাসের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তার আইনজীবী বলেছিলেন, ‘একজন শিল্পী একই সঙ্গে বিভিন্ন জায়গায় বসবাস করতে পারেন। এতে আইনি কোনো বাধ্যবাধকতা নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27400 and publish = 1 order by id desc limit 3' at line 1