শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

চলচ্চিত্র পরিচালক সমিতির নিবার্চন জানুয়ারিতে

বিনোদন রিপোটর্

আসন্ন জাতীয় সংসদ নিবার্চনকে কেন্দ্র করে পিছিয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নিবার্চন। একবছর পরপর ডিসেম্বরের শেষ শুক্রবার নিবার্চন হওয়ার কথা থাকলেও এবার তার ব্যতিক্রম হচ্ছে। ডিসেম্বরের পরিবতের্ আগামী বছরের ২৫ জানুয়ারি নিবার্চন হচ্ছে বলে জানিয়েছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

এ বিষয়ে খোকন বলেন, ‘আমাদের গঠনতন্ত্র অনুযায়ী একবছর পরপর ডিসেম্বরের শেষ শুক্রবার পরিচালক সমিতির নিবার্চন হয়। আমরা সবসময় তা পালন করে আসছি। কিন্তু এবার তা পেছাতে হচ্ছে। ডিসেম্বরে নিবার্চনটি হচ্ছে না। সে ক্ষেত্রে আমরা জানুয়ারিতে নিবার্চন করব।’

খোকন আরও বলেন, ‘জাতীয় সংসদ নিবার্চনের সময় কেপিআইভুক্ত এলাকায় কোনো পেশাজীবী সংগঠনের নিবার্চন হওয়ার নিয়ম নেই। তাছাড়া সংসদ নিবার্চন নিয়ে সারাদেশের মতোই আমাদের চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা ব্যস্ত থাকবেন। তাই আমরা কাযির্নবার্হী পরিষদের সঙ্গে কথা বলে নিবার্চন পিছিয়ে দিচ্ছি।’

সমিতির নিবার্চন নিয়ে বিভ্রান্তির জবাবে খোকন বলেন, ‘ডিসেম্বরের শেষ শুক্রবার নিবার্চন হচ্ছে বলে অনেকেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আসলে তা নয়, জাতীয় নিবার্চন মাথার ওপর রেখে চলচ্চিত্র পরিচালক সমিতির নিবার্চন হবে না।’

২০১৬ সালের ৩০ ডিসেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র পরিচালক সমিতির নিবার্চন। তিনটি প্যানেল এই নিবার্চনে অংশ নেয় আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব এই তিনটি প্যানেল। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও বদিউল আলম খোকন মহাসচিব পদে নিবাির্চত হন। চলতি বছরে মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও শাহ আলম কিরণ-সাফিউদ্দিন সাফি দুটি প্যানেল আলোচনায় আছে। নিবার্চনে একেকটি প্যানেলে ১৯টি পদের জন্য নিবার্চন করবেন প্রাথীর্রা। মোট ভোটার সংখ্যা ৩৬৫ জন।

সেরা করদাতার সম্মাননা পেলেন ৬ শিল্পী

বিনোদন রিপোটর্

সেরা করদাতা হিসেবে সম্মাননা ও ট্যাক্স কাডর্ পেলেন অভিনয় ও গানের ৬ তারকা শিল্পী। তারা হলেন- রুনা লায়লা, আবুল হায়াত, মাহফুজ আহমেদ, এস ডি রুবেল, এম এ জলিল অনন্ত ও তাহসান খান। ১২ নভেম্বর রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে এনবিআর আয়োজিত ‘সেরা করদাতাদের ট্যাক্স কাডর্ ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন অথর্মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

২০১৭-১৮ করবষের্র জন্য ৬৫৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শীষর্ করদাতা হিসাবে নিবাির্চত করে এনবিআর। গত ১ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অথর্ মন্ত্রণালয়। কেন্দ্রীয়ভাবে ৩৬ ক্যাটাগরিতে পুরস্কার পান ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে অভিনয়শিল্পী ও সংগীত বিভাগে এবার সেরা করদাতার স্বীকৃতি পেয়েছেন উপরিউক্ত ৬ তারকা শিল্পী।

শুরু হলো নায়ক মান্নার ‘কৃতাঞ্জলী’র কাজ

বিনোদন রিপোটর্

নায়ক মান্নার মৃত্যুর পর দীঘর্ ১০ বছর বন্ধ ছিল তার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী চলচ্চিত্র। অবশেষে ‘জ্যাম’ ছবির শুটিংয়ের মাধ্যমে এটির কাযর্ক্রম আবার শুরু হলো। চলতি সপ্তাহ থেকে পূবাইলে এর দৃশ্যধারণ শুরু হয়েছে বলে জানালেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। তিনি বলেন, ১২ নভেম্বর সোমবার থেকে পূবাইলে কাজ শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নিয়েছিলেন অভিনেতা সুব্রত দা। এতে কয়েকজন শিশুও অংশ নিয়েছিল। আজ (গতকাল) থেকে বেশ কিছুদিন বিরতির পর ডিসেম্বরের ১ তারিখ থেকে আবারও চলচ্চিত্রটির কাজ শুরু হবে।’ ছবির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন শুভ ও পূণির্মা। ফেরদৌস আছেন অতিথি চরিত্রে। আর গুরুত্বপূণর্ একটি চরিত্র করেছেন ঋতুপণার্। ‘জ্যাম’-এর মূল ভাবনা বরেণ্য সাংবাদিক আহমদ জামান চৌধুরীর। কাহিনীবিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22488 and publish = 1 order by id desc limit 3' at line 1