logo
  • Wed, 21 Nov, 2018

  বিনোদন রিপোটর্   ১০ নভেম্বর ২০১৮, ০০:০০  

শুভ জন্মদিন

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম
লাক্সতারকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। বাবা-মায়ের সঙ্গে জন্মদিনের প্রথম প্রহর কাটাতে শুক্রবার দুপুরে গাজীপুরের খতিব খামারবাড়ি থেকে ঢাকায় ফিরেছেন তিনি। সেখানে তিনি সাপলুডু সিনেমার শুটিং করছিলেন। মিম জানান, জন্মদিন উপলক্ষে আজ বিদ্যা সিনহা মিম অনন্যা রুমা প্রযোজিত চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পযর্ন্ত সরাসরি কথা বলবেন। সরাসরি এই অনুষ্ঠানে নিদির্ষ্ট ফোন নম্বরে মিমের ভক্তরাও কথা বলার সুযোগ পাবেন। অনুষ্ঠান শেষে পুরোটা সময়ই নিজের নতুন বাসাতেই কাটাবেন। এ ছাড়া আজ রাত ১১টা ৩০ মিনিটে তাকে ঘিরে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।

জন্মদিন প্রসঙ্গে মিম বলেন, ‘জন্মদিন এলেই ফেলে আসা দিনের কথা খুব মনে পড়ে যায়। অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে মিডিয়ায় কাজ শুরু করেছিলাম। একটু একটু করে অনেক শ্রম দিয়ে সবার সহযোগিতায় এবং দশর্ক ভক্তের ভালোবাসায় আমি আমার অবস্থানে পৌঁছেছি। জন্মদিন সবসময় আমার কাছে অনেক আনন্দের, ভালোলাগার। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আমার আগামীর চলার পথ আরও সাফল্যময় হয়ে ওঠে। আর আমার বাবা-মাকে নিয়ে যেন আগামীর দিনগুলো সুন্দরভাবে পার করতে পারি।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে