logo
সোমবার ১৭ জুন, ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬

  বিনোদন রিপোটর্   ১২ অক্টোবর ২০১৮, ০০:০০  

আসছে ‘ফোন এক্স’

আসছে ‘ফোন এক্স’
‘ফোন এক্স’ সিরিজের দৃশ্য
এখন ওয়েব সিরিজের সময়। হলিউড আর বলিউডে ওয়েব সিরিজের জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এর নিমার্ণ বেড়েছে। দিনে দিনে নিমার্তা আর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ওয়েব সিরিজের দিকে ঝুঁকছে। সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘ফোন এক্স’ নামে একটি ওয়েব সিরিজ। গত ৮ অক্টোবর লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে এই ওয়েব সিরিজটির একটি টিজার। ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা জলি, সানজু জন, ইমতু, লামিয়া, কাজী উজ্জ্বল, টমবক, মধুমিতা, শ্রাবন্তী ও মুসকান। নিমার্তা অনন্য মামুন জানান, সময়ের আলোচিত পরিচালক ও সুপার স্টার হিরো খুন হওয়া নিয়ে গড়ে উঠেছে এই ওয়েব সিরিজের গল্প। পুরো সিরিজটি দেখতে হলে দশর্কদের ‘সিনেস্পট’ অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তিনি আরও বলেন, ‘আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। তাই বিগ বাজেটে নিমার্ণ করেছি ‘ফোন এক্স’ ওয়েব সিরিজ। আশা করি সবার ভালো লাগবে।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে