logo
সোমবার ১০ ডিসেম্বর, ২০১৮, ২৬ অগ্রহায়ণ ১৪২৪

  বিনোদন রিপোটর্   ১২ অক্টোবর ২০১৮, ০০:০০  

দিলারা জামানকে নিয়ে শবনম পারভীনের চলচ্চিত্র

দিলারা জামানকে নিয়ে শবনম পারভীনের চলচ্চিত্র
দিলারা জামান ও শবনম পারভীন
একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে এবার চলচ্চিত্র নিমার্ণ করছেন টিভি ও চলচ্চিত্রাভিনেত্রী শবনম পারভীন। চলচ্চিত্রের নাম ‘হুরমতি’। এর মূল ভাবনা ও কাহিনি শবনম পারভীনের নিজের। এরইমধ্যে শবনম পারভীনের নিদের্শনায় দিলারা জামান এর শুটিংয়ে অংশ নিয়েছেন। দিলারা জামান বলেন, ‘অনেক আগেই শবনম আমাকে বলে রেখেছিলেন তার নিদের্শনায় একটি চলচ্চিত্রে কাজ করতে হবে। তাকে প্রতিশ্রæতি দিই যে সময় হলে অবশ্যই কাজটি করে দেব। এই চলচ্চিত্রের গল্পে দেখা যাবে যে আমারই আশ্রয়ে হুরমতি বেড়ে ওঠে। একসময় হুরমতি বড় হলেও আমাকে সবসময় শ্রদ্ধা ও ভালোবাসার চোখেই দেখে। একজন নারী নিমার্তা হয়েও শবনমের মধ্যে যে চেষ্টা আন্তরিকতা আমি দেখেছি, তা প্রশংসনীয়। আশা করছি কাজটি ভালো হবে।’

শবনম পারভীন বলেন, ‘দিলারা আপা আমার অতিপ্রিয় একজন অভিনেত্রী। তার সঙ্গে এর আগে অনেক নাটকে অভিনয় করেছি। কিন্তু এবারই প্রথম তিনি আমার নিদের্শনায় কাজ করেছেন। তিনি যে অনেক উঁচু মাপের একজন অভিনেত্রী তা আমার নিদের্শনায় তাকে দিয়ে কাজ করিয়ে নতুন করে আবারো উপলব্ধি করেছি। তিনি আমার নিদের্শনায় কাজ করেছেন এটাও আমার জন্য অনেক বড় পাওয়া।’ শবনম পারভীন জানান, শিগগিরই ‘হুরমতি’র কাজ শেষ হবে। শবনম প্রোডাকশনস প্রযোজিত ‘হুরমতি’ চলচ্চিত্রের কাজ শেষে চলতি বছরেই চলচ্চিত্রটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে নিমার্তার। নিমার্তা হয়ে নিজেই নামভূমিকায় অভিনয় করছেন শবনম পারভীন। তাই কাজ করার চ্যালেঞ্জটা যেন একটু বেশিই নিতে হচ্ছে তাকে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে