বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

প্রধানমন্ত্রীর জন্মদিনে

তাদের উপহার

বিনোদন রিপোটর্

কিশোর, পুলক, পুতুল ও লিজা। চারজনই সংগীতের মূল ধারায় এসেছেন একটি রিয়েলিটি শোর মাধ্যমে। গানের প্রায় সব বিভাগেই রয়েছে তাদের সরব উপস্থিতি। বতর্মান প্রজন্মের এই চার শিল্পী গাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি গান। তুমি জনতার মঞ্চে এসে দঁাড়ালে/ লাল সবুজের পতাকা দোলে/ তুমি জনতার মঞ্চে এসে দঁাড়ালে/ হৃদয়ে বাংলাদেশ কথা বলেÑ এমন কথার গানটি লিখেছেন কবি সুজন হাজং। যাদু রিছিলের সুরে গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। ১৭ সেপ্টেম্বর রাতে বিশেষ এই গানটির রেকডির্ং হয় মগবাজারের রেকডির্ং স্টুডিও ডি-স্টেশনে।

নতুন প্রজন্মের জনপ্রিয় এ চার শিল্পীই পৃথকভাবে তাদের মন্তব্যে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাছে আস্থা ও অনুপ্রেরণার উৎস। তাই তাকে নিয়ে গাইতে পেরে তারা তৃপ্ত। গানটির গীতিকবি সুজন হাজং বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জাদুকরি নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ গানটি করার মাধ্যমে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের পক্ষ থেকে এটা তার জন্মদিনের উপহার।’

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গানটি ভিডিওসহ ইউটিউবে প্রকাশ হবে বলে জানা গেছে।

নাটকে মাহফুজ মেহজাবিন জুটি

বিনোদন রিপোটর্

নতুন নাটক নিমার্ণ করতে যাচ্ছেন চয়নিকা চৌধুরী। নাটকের শিরোনাম ‘তোমারই প্রেমে প্রতিদিন’। এতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। তার বিপরীতে রয়েছেন দেশের আরেকজন সু-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটকটিতে মাহফুজের নাম সজীব, যিনি ‘শটর্ টামর্ মেমোরি’ রোগে ভুগছেন। প্রতিদিন যা ঘটে, তিনি তা লিখে রাখেন। ঘটনাক্রমে তার সঙ্গে পরিচয় হবে মেহজাবিনের। এরপর প্রেম। নাটকটি প্রসঙ্গে নিমার্তা বলেন, ‘দীঘর্ ১৮ বছরের পরিচালনার ক্যারিয়ারে মাহফুজ আহমেদকে নিয়ে অনেক নাটক বানিয়েছি। এই রোমান্টিক হিরোকে আমি ম্যাজিকম্যান বলে ডাকি। আর মেহজাবিন তো এই সময়ের রোমান্টিক রাজকন্যা। মাহফুজ আগেই পরীক্ষিত আর মেহজাবিন এই সময়ের অন্যতম একজন মেধাবী অভিনেত্রী। তাই দুজনকে জুটি করে কাজটি অসাধারণ হবে বলে মনে করছি। এটি একটি লাভ স্টোরি নাটক। আগামীকাল ২২ সেপ্টেম্বর নাটকটির শুটিং শুরু হবে।’

তথ্যপ্রযুক্তি আইনে জয়ন্ত রোজারিও গ্রেপ্তার

বিনোদন রিপোটর্

‘লাইক ও কমেন্ট’ করার অভিযোগে টেলিভিশন নিমার্তা জয়ন্ত রোজারিওকে ৫৭ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর জয়ন্তকে মনিপুরী পাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। তবে এই মামলাকে সাজানো মামলা বলছে জয়ন্ত’র পরিবার।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ‘দি খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’ নামে একটি অথৈর্নতিক সংগঠনের বতর্মান কমিটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে ‘কুৎসা’ রটিয়ে একটি ভিডিও বানানো হয়। এই ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিত ও সম্মানহানিকর উল্লেখ করে দি খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পক্ষে মারসেল গোমেজ নামের এক ব্যক্তি তেজগাঁও থানায় ১৭ জনের নামে ৫৭ ধারায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩৩। মামলা দায়েরের দিনেই জয়ন্তসহ ৫ আসামিকে গ্রেপ্তার করে পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড আবেদন বাতিল করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এ প্রসঙ্গে জয়ন্ত রোজারিওর বড় ভাই প্লাসিড রোজারিও জানান, ‘আমরা জানি একটা মামলা হওয়ার পর ওয়ারেন্ট জারি হলে আসামিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কোনো ওয়ারেন্ট ছাড়াই জয়ন্তকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় নিয়ে যাওয়ার পর ৫৭ ধারায় মামলা দেয়া হয়েছে। আমি জয়ন্তের সঙ্গে দেখা করেছি সে এসব কিছুই করেনি বলে আমাকে জানিয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13476 and publish = 1 order by id desc limit 3' at line 1