শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শোবিজে বঙ্গবন্ধুকে নিয়ে নানা আয়োজন

বিনোদন রিপোর্ট
  ১৫ আগস্ট ২০২০, ০০:০০
জাতীয় শোক দিবসের বিশেষ নাটক 'রক্তস্নাত আগস্ট'-এর একটি দৃশ্য

আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। প্রতি বছরের মতো এবারও দিনটি নিয়ে নানা আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। অনুষ্ঠানমালায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, আলোচনা অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র, তথ্যচিত্রের পাশাপাশি থাকছে বিশেষ নাটক ও চলচ্চিত্র। এটিএন বাংলার দিনব্যাপী বিশেষ আয়োজন শুরু হবে সকাল সাড়ে ৭টায় প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান 'চায়ের চুমুকে' প্রচারের মধ্যে দিয়ে। মারিয়া শিমু'র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ। জাতীয় শোক দিবসের আবহে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। এরপর সকাল সাড়ে ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক 'সেদিন শ্রাবণের মেঘ ছিল'। সহিদ রাহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। সাড়ে ৯টায় প্রচারিত হবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। সাড়ে ১০টায় বিশেষ অনুষ্ঠান 'উচ্চারণগুলি শোকের'। ড. সৌমিত্র শেখর-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। সকাল ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে তথ্যচিত্র 'আমাদের বঙ্গবন্ধু'। ১১টা ৪০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান 'অসমাপ্ত মহাকাব্য'। আমজাদ কবীর চৌধুরী পরিচালিত তথ্যচিত্র 'মহানায়ক' প্রচার হবে দুপুর ১২টা ২০ মিনিটে। বিকেল ৩টায় প্রচার হবে সোহেল আরমান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি 'এইতো প্রেম'। সন্ধ্যা ৬টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান 'হৃদয়ে বঙ্গবন্ধু'। ফেরদৌস আরা বন্যা'র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছে নন্দিনী ইসলাম। রাত ৮টায় সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান 'প্রসঙ্গ, ১৫ই আগস্ট' ৭৫'। জ ই মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করবে ড. কামাল নাসের চৌধুরী, ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি এবং ড. সাদেকা হালিম। ৯টায় বিশেষ নাটক 'রক্তস্নাত আগস্ট'। সহিদ রাহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। রাত ১১টায় প্রচার হবে তথ্যচিত্র 'একখন্ড বাংলাদেশ'। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাসেল মাহমুদ। সকাল সাড়ে ৭টায় 'গান দিয়ে শুরু সরাসরি' সম্প্রচারের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। গানের এ অনুষ্ঠানে অংশ নেবেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর। পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু। দুপুর ১২টা ৩৫ মিনিটে রয়েছে তারকাকথনের বিশেষ পর্ব। পরিচালনা করবেন অনন্যা রুমা। বিকাল ৩টা ৫ মিনিটে দেখাবে বাংলা ছবি 'রাজা সূর্য খাঁ'। ফ্ল. লে. (অব.) এস এ সুলতানের কাহিনি ও সংলাপে ছবিটি পরিচালনা করেছেন গাজী মাহবুব। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে নাছিরউদ্দিন ইউসুফ-এর পরিকল্পনা ও উপস্থাপনায় 'মৃতু্যঞ্জয়ী মুজিব'-এর বিশেষ পর্ব। সহিদ রাহমানের গল্প 'মহামানবের দেশে' অবলম্বনে বিশেষ নাটক 'প্রতিরোধ যুদ্ধে দুই বীর' প্রচারিত হবে রাত ৭টা ৫০ মিনিটে। নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। শাইখ সিরাজ-এর পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় রাত ৯টা ৪০ মিনিটে দেখানো হবে বিশেষ প্রতিবেদন 'মাটি ও মানুষের মহান নেতা'। সকাল ৮টায় আরটিভিতে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্যচিত্র 'মৃতু্যঞ্জয়ী প্রাণ'। সকাল ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে 'কবিতায় বঙ্গবন্ধু'। এতে অংশগ্রহণ করবেন সৈয়দ হাসান ইমাম, আরমান পারভেজ মুরাদ, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ। সকাল ৮টা ৫৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক 'তখন পঁচাত্তর'। সহিদ রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে ডকুড্রামা 'হাসিনা এ ডটারস টেল'। বিকেল ৫টায় 'বঙ্গবন্ধুর দিনলিপি' উপস্থাপনা করবেন ইকবাল খোরশেদ। বিকাল সাড়ে ৫টায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান 'হৃদয়ে বঙ্গবন্ধু'। সন্ধ্যা সাড়ে ৭টায় আলোচনা অনুষ্ঠান 'এই মুহূর্তে বাংলাদেশ'। রাত ৮টায় বিশেষ নাটক 'মহানায়ক'। রচনা ও পরিচালনায় সুমন আনোয়ার। অভিনয়ে তারিক আনাম খান, আব্দুন নূর সজল, সালহা খানম নাদিয়াসহ অন্যরা। মাছরাঙা টেলিভিশনে সকাল ৯টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র 'বিক্ষোভ'। অভিনয়ে- সালমান শাহ, শাবনূর; পরিচালনা- মোহাম্মদ হান্‌নান। মাছরাঙায় সকাল ১১টায় প্রচার করবে প্রামাণ্যচিত্র 'হাসিনা: এ ডটার'স টেল'। সন্ধ্যা ৬টায় শিশুতোষ চলচ্চিত্র 'আমাদের বঙ্গবন্ধু'। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু হত্যাকান্ডের উপর নির্মিত তথ্যচিত্র 'রক্তাক্ত ১৫ আগস্ট'। রাত সাড়ে ১০টায় বিশেষ আবৃত্তি অনুষ্ঠান 'বঙ্গবন্ধুকে নিবেদিত পঙ্‌ক্তিমালা'। অংশগ্রহণে- আশরাফুল আলম, মাহিদুল ইসলাম, মাসুদুজ্জামান, নায়লা কাকলী। রাত ১১টায় সুজেয় শ্যামের উপস্থাপনায় বিশেষ সংগীতানুষ্ঠান: 'বঙ্গবন্ধুকে নিয়ে'। রাত ১২টায় প্রামাণ্যচিত্র- 'হাসিনা: এ ডটার'স টেল'। টেলিভিশন ছাড়াও বাংলাদেশ বেতার ও এফএম রেডিও নানা অনুষ্ঠান প্রচার করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে