logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ৩১ জুলাই ২০২০, ০০:০০  

ঈদে অলিকের নাটকে লাভলু

ঈদে অলিকের নাটকে লাভলু
সারা বছর নির্মাণ নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে-মধ্যে বিশেষ দিবসের নাটকে অভিনয় করেন সালাউদ্দিন লাভলু। সেই ধারাবাহিকতায় এ নির্মাতা 'চুরি করা বউ' শিরোনামের একটি ঈদের নাটকে অভিনয় করলেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। এখানে লাভলুর বিপরীতে অভিনয় করছেন নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী মিম চৌধুরী।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে লাভলু বলেন, 'খুবই মজার একটি গল্প নিয়ে নাটকটি বানিয়েছে প্রিয় অলিক। তার কাজগুলো বরাবরই দর্শকের মন ছুঁয়ে গেছে। সে হোক নাটক কিংবা সিনেমা। নতুন এ নাটকটিও সফল হবে বলেই আমার বিশ্বাস। এর নামটিই কিন্তু মজার। আমার চরিত্রে এত মজা যে, শুটিং করতে গিয়ে খুবই আনন্দ পেয়েছি। আর বিশেষ করে বলব শোবিজে নতুন হলেও মিম খুব ভালো কাজ করেছে। ও মেধাবী এবং পরিশ্রমী।' মিম চৌধুরী বলেন, 'পুরোপুরি কমেডি ধাঁচের গল্প এটি। এই নাটকে প্রচুর মজার এলিমেন্টস থাকবে। পরিচালক এস এ হক অলিক জানান, গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণ হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে