logo
শনিবার, ০৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৬

  বিনোদন ডেস্ক   ০১ জুন ২০২০, ০০:০০  

অনলাইনে চিত্রনাট্য কাটছাঁট করছেন দীপিকা

অনলাইনে চিত্রনাট্য কাটছাঁট করছেন দীপিকা
দীপিকা পাড়ুকোন
প্রায় তিন মাস ধরে ঘরবন্দি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। করোনাভাইরাসের জেরে বলিপাড়ায় সব ধরনের শুটিং বন্ধ থাকলেও হাত গুটিয়ে বসে নেই এই অভিনেত্রী। এরই মধ্যে শিডিউল জট ও চিত্রনাট্য জটে পড়েছেন দীপিকা। উপায়ান্ত না দেখে অনলাইনেই পরিচালকদের সঙ্গে মিটিং সারছেন, সঙ্গে পছন্দমত কাটছাঁট করছেন চিত্রনাট্যও। পাশাপাশি নতুন কাজের প্রস্তাব এলে অনলাইনেই শুনছেন স্ক্রিপ্টের ন্যারেশন। সবকিছু প্রফেশনাল ভঙ্গিতেই করছেন তিনি। বিশেষ করে আটকে থাকা কাজগুলো নিয়ে অনলাইনে রিহার্সেল করছেন দীপিকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটিই জানিয়েছেন এ অভিনেত্রী। করোনাভাইরাসের প্রকোপ না থাকলে এ সময় শ্রীলঙ্কায় থাকার কথা ছিল দীপিকার। শকুন বাত্রার পরের ছবির শুটিং করতেন। তারই সঙ্গে অভিনয় করার কথা ছিল সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডের। অন্যদিকে, লকডাউনের মধ্যে সবচেয়ে সহজ কাজটা বেছে নিয়েছেন রণবীর সিং। দীপিকা পাড়ুকোন সম্প্রতি সাংবাদিক রাজীব মাসান্দের সঙ্গে হ্যাংআউটে একটি ইন্টারভিউ সারেন। সেখানেই এই তথ্য ফাঁস করেছেন রণবীর ঘরনী। দীপিকার কথায়, 'আমাকে বলতেই হচ্ছে এই রকম পরিস্থিতি রণবীরের জন্য সবচেয়ে সহজ। ও দিনে কমপক্ষে ২০ ঘণ্টা ঘুমোচ্ছে। যার ফলে আমার কাছে অফুরন্ত সময় রয়েছে। আমি যা ইচ্ছা হচ্ছে সেটাই করছি'। তাহলে বাকি চারঘণ্টা কী করছেন রণবীর? দীপিকা বলেন, আমরা সিনেমা দেখছি, খাচ্ছি, ব্যায়াম করছি। দারুণ মজায় রয়েছে রণবীর। কোনো দাবি নেই, ঝামেলা নেই, খুব সহজেই হ্যান্ডেল করা যাচ্ছে।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে