বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ৩০ মে ২০২০, ০০:০০

মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ছেলেমানুষী'

বিনোদন রিপোর্ট

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ছেলেমানুষী' মুক্তি পাচ্ছে ইউটিউবে। ফিল্ম স্কুটার (ঋরষস ঝপড়ড়ঃবৎ) ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি আজ মুক্তি পাচ্ছে।

সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প 'ছেলেমানুষী' অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাকী ফারজানা। বাংলাদেশ-ভারতের হিন্দু ও মুসলমানদের আন্তঃসম্পর্ক নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ইংরেজি ভাষায় ছবিটির নামকরণ করা হয়েছে 'দ্য গ্রে লাইন'।

ছবিটির মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। নির্মাতা সাকী ফারজানা বলেন, ২০১৮ সালে 'ছেলেমানুষী' নির্মিত হয়। এর শুটিং হয়েছে রাজশাহী অঞ্চলে। এরই মধ্যে বাংলাদেশ, চীন, রাশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ভারতের বিভিন্ন প্রদেশের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে 'ছেলেমানুষী' অংশ নিয়েছে। তৃতীয় আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ভারতের পুনেতে সেরা নারী পরিচালক নির্বাচিত হন সাকী ফারজানা। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরিত্র, তপস্যা, মাহবুবা ছায়া, রোকন হোসাইন, বাহাউদ্দিন বিশাল, নন্দিতা বৈষ্ণব, সুবর্ণা ধর প্রমুখ।

অভিনয় থেকে দূরে নাসরিন

বিনোদন রিপোর্ট

অভিমানে চলচ্চিত্র থেকে দূরে সরে রয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন। অনেকটা বিরক্ত হয়েই নাকি চলচ্চিত্রের কাজ রেখেছেন জানিয়ে নাসরিন বলেন, 'দুই-আড়াই বছর আগে আমি কয়েকটি ছবিতে আইটেম গানের কাজ করেছিলাম। একই পোশাক পরে তিনটি ছবির আইটেম গানে কাজ করেছি। প্রযোজক নাকি বাজেট দেয় না। নাচ করতে গিয়ে দেখেছি সব নাচেরই প্রায় একই মুদ্রা। এসব দেখে আর কাজ করতে ইচ্ছা করেনি।'

মাঝে অসুস্থ ছিলেন নাসরিন। বর্তমানে কেমন আছেন সে বিষয়ে এই অভিনেত্রী বলেন, 'প্রায় তিন মাস আগে অসুস্থ ছিলাম। পেটে টিউমার হয়েছিল। অস্ত্রোপচারও হয়েছে, এখন সুস্থ। স্বামী ও দুই সন্তান নিয়ে ভালো আছি। করোনার এই দুঃসময়ে অনেকেই নিম্নআয়ের শিল্পীদের সাহায্যে এগিয়ে এসেছেন।'

টিভিতে 'গহীনের গান'

বিনোদন রিপোর্ট

বাংলাঢোল প্রযোজিত দেশের গায়ক আসিফের মিউজিক্যাল ফিল্ম 'গহীনের গান' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর। ঈদুল ফিতর উপলক্ষে এবার এটি দেখতে পাবেন টেলিভিশনের দর্শকরা। 'গহীনের গান'-এর নির্বাহী প্রযোজক এনামুল হক বলেন, 'সব শ্রেণি-পেশার মানুষ এখন ঘরে বসে সময় কাটাচ্ছেন। টেলিভিশনের বিপুল দর্শককে একটি নান্দনিক ছবি উপহার দিচ্ছি আমরা। আমাদের বিশ্বাস, সিনেমা হলের দর্শকদের পাশাপাশি এবার বোকাবাক্সের দর্শকদের কাছেও প্রশংসিত হবে ছবিটি। আগামী ৩১ মে ঈদের সপ্তমদিন দুপুর ২টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ছবিটি। ছবিটির চিত্রনাট্যকার ও নির্মাতা সাদাত হোসাইন জানান, উপযুক্ত একটি সময়ে ছবিটির টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন কারণে যারা হলে যেতে পারেননি তারা এবার এটি উপভোগ করতে পারবেন।

এই চলচ্চিত্রের মাধ্যমে আসিফ আকবর প্রথমবারের মতো বড়পর্দায় এসেছেন। তিনি বলেন, 'মুক্তির দিন থেকে দেশের বিভিন্ন সিনেমা হলে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়ার সাক্ষী আমি। আমি আবারও দর্শকদের ভালোবাসায় মুগ্ধ হতে চাই। সবাইকে ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<100659 and publish = 1 order by id desc limit 3' at line 1