logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২০, ৩০ শ্রাবণ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ২২ মে ২০২০, ০০:০০  

লকডাউনে আত্মবিশ্বাসী জাহ্নবী কাপুর

লকডাউনে আত্মবিশ্বাসী জাহ্নবী কাপুর
জাহ্নবী কাপুর
মায়ের পথ ধরেই সিনেমায় নিজেকে মেলে ধরার চেষ্টা করে যাচ্ছেন বলিউড তারকা শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর। বর্তমানে গস্নামারের ছটায় বলিউড মাতিয়ে রেখেছেন তিনি। ভারতে এখন চলছে লকডাউন। গৃহবন্দির এই সময়েও জাহ্নবী নিজের সৌন্দর্য মেলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। কখনো প্রকাশ করছেন নাচের ভিডিও, আবার কখনো মায়ের সঙ্গে পুরানো ছবি। পাশাপাশি লকডাউনে কীভাবে সময় কাটাচ্ছেন নিয়মিত জানাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি বনি কাপুরের বাড়ির কর্মী চরণ সাউ করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চরণকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। সাউয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানার পরেই জাহ্নবী কাপুর ও খুশি কাপুর কোয়ারেন্টিনে আছেন বাবা বনির সঙ্গে।

\হএ বিষয়ে জাহ্নবী বলেন, 'নিজের জীবনকে সব সময় একজন তৃতীয় ব্যক্তির নজর থেকে দেখুন। লকডাউন এ নিজের সঙ্গে সময় কাটিয়ে আমি আরও অনেকটা আত্মবিশ্বাসী হয়ে গেছি। আমি সবাইকেই পজিটিভ থাকতে বলব। আপনারা বাড়িতে থাকুন আর নিজেকে এই সময় সৌভাগ্যবান মনে করুন। কারণ আপনি পরিবারের সঙ্গে এতটা সময় আগে কখনোই কাটাতে পারেননি।'

জাহ্নবী আরও বলেন, 'মা-বাবা ও বোনের কিছু কিছু অংশ নিয়েই আমি তৈরি। ভিন্ন ক্ষেত্রে আমি ভিন্ন ধরনের মানুষ। আমি ব্যস্ত। আমি প্রচন্ড ঘুরে বেড়াই। তাই পরিবারের সঙ্গে যথেষ্ট সময় কাটানোর ও সেভাবে সময় থাকে না। আমার বাবা খুব একা বোধ করেন। আমার তার সঙ্গে সময় অনেক বেশি কাটানো উচিত।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে