logo
শুক্রবার ২৬ এপ্রিল, ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

  চঁাদপুর প্রতিনিধি   ০১ জানুয়ারি ২০১৯, ০০:০০  

আ’লীগ প্রতিহিংসা বিশ্বাস করে না :দীপু মনি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হবে, তা দেশের সবার জন্য কাজ করবে। তাই আওয়ামী লীগ বারবার প্রতিহিংসার শিকার হলেও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

সোমবার দুপুরে চঁাদপুর শহরের কদমতলা এলাকায় নিজ বাসভবনে জেলায় কমর্রত গণমাধ্যমকমীের্দর সঙ্গে এক মতবিনিময় সভা শেষে ডা. দীপু মনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই মুহূতের্ সবার কাছে আহŸান, আসুন আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে