শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বাংলা দ্বিতীয়পত্র

৭ম শ্রেণির পড়াশোনা

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ০৯ এপ্রিল ২০২০, ০০:০০
দশে মিলে করি কাজ

শব্দ ও পদ

৯। মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কোন কর্তা বলে?

ক. প্রযোজক কর্তা

খ. প্রযোজ্য কর্তা

গ. ব্যতিহার কর্তা

ঘ. মুখ্যকর্তা

সঠিক উত্তর : খ. প্রযোজ্য কর্তা

১০। 'মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন'-বাক্যে 'শিশুকে' কোন কর্তা?

ক. ব্যতিহার কর্তা

খ. প্রযোজ্য কর্তা

গ. প্রযোজক কর্তা

ঘ. মুখ্যকর্তা

সঠিক উত্তর : খ. প্রযোজ্য কর্তা

১১। কারক কয় প্রকার?

ক. সাত

খ. ছয়

গ. চার

ঘ. পাঁচ

সঠিক উত্তর : খ. ছয়

১২। 'কারক' (কৃ+ণক) শব্দটির অর্থ কী?

ক. যা পদকে সম্পাদন করে

খ. যা সমাসকে সম্পাদন করে

গ. যে ক্রিয়া সম্পাদন করে

ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে

সঠিক উত্তর : গ. যে ক্রিয়া সম্পাদন করে

১৩। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে?

ক. নামপদের

খ. অব্যয় পদের

গ. বিশেষণ পদের

ঘ. ক্রিয়া বিশেষণ পদের

সঠিক উত্তর : ক. নামপদের

১৪। বাক্যে কোন পদের সঙ্গে সম্পর্ক না থাকলে কারক হয় না?

ক. ক্রিয়াপদের

খ. বিশেষ্য পদের

গ. বিশেষণ পদের

ঘ. সর্বনাম পদের

সঠিক উত্তর : ক. ক্রিয়াপদের

১৫। বাক্য মধ্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কী বলে?

ক. সন্ধি

খ. কারক

গ. সমাস

ঘ. প্রত্যয়

সঠিক উত্তর : খ. কারক

১৬। কারক বিভক্তি বা শব্দ বিভক্তি কয় প্রকার?

ক. পাঁচ খ. ছয়

গ. সাত ঘ. আট

সঠিক উত্তর : গ. সাত

১৭। 'দিব তোমা শ্রদ্ধা ভক্তি'-এই বাক্যে 'তোমা' কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় শূন্য

খ. কর্মে শূন্য

গ. করণে শূন্য

ঘ. সম্প্রদানে শূন্য

সঠিক উত্তর : ঘ. সম্প্রদানে শূন্য

১৮। 'দশে মিলে করি কাজ'-বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় সপ্তমী খ. কর্মে সপ্তমী

গ. করণে সপ্তমী ঘ. সম্প্রদানে সপ্তমী

সঠিক উত্তর : ক. কর্তায় সপ্তমী

১৯। 'কালির দাগ সহজে ওঠে না'-বাক্যে 'কালির' কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শূন্য

খ. কর্তায় শূন্য

গ. কর্মে ষষ্ঠী

ঘ. সম্বন্ধে ষষ্ঠী

সঠিক উত্তর : ঘ. সম্বন্ধে ষষ্ঠী

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95711 and publish = 1 order by id desc limit 3' at line 1