বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০২ এপ্রিল ২০২০, ০০:০০
অ্যারিস্টটল

প্রশ্ন : আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন কে?

উত্তর : পেস্নটোর শিষ্য বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল।

প্রশ্ন : কার শাসন আমলে গ্রিসে অলিম্পিকের যাত্রা শুরু হয়?

উত্তর : রাজা ইফিটাস।

প্রশ্ন : কারা ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যোগ করেছিলেন?

উত্তর : গ্রিকরা।

প্রশ্ন : গ্রিসে অলিম্পিকের যাত্রা শুরু হয় কখন?

উত্তর : ৭৭৬ খ্রিস্টপূর্ব।

প্রশ্ন : হেলেনিস্টিক সভ্যতার উৎপত্তি ও বিকাশে কার ভূমিকা প্রধান?

উত্তর : ম্যাসিডোন অধিপতি আলেকজান্ডার দ্য গ্রেট।

প্রশ্ন : পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর : লাইসিয়াম বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : লাইসিয়াম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন?

উত্তর : গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।

প্রশ্ন : হেলেনিস্টিক সভ্যতার বিলুপ্তি ঘটে কোন সময়?

উত্তর : খ্রিস্টপূর্ব ৩১ অব্দে।

প্রশ্ন : কোন সম্রাট খ্রিস্টধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দেন?

উত্তর : কনস্টান্টাইন।

প্রশ্ন : রোমের প্রধান দেবতার নাম কি?

উত্তর : জুপিটাস।

প্রশ্ন : সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কিসে?

উত্তর : ১২টি বোঞ্জ পাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94902 and publish = 1 order by id desc limit 3' at line 1