বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বাংলা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

ভূত বলতে কী বোঝ?
নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ০২ এপ্রিল ২০২০, ০০:০০

তৈলচিত্রের ভূত

১৩। মামার তৈলচিত্রে নগেনের প্রণাম করতে যাওয়ার কারণ-

র. আত্মগস্নানি কমানো

রর. মামাকে শ্রদ্ধা জানানো

ররর. মামার বাড়ি থেকে পালানো

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

দীপু গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এলো। হঠাৎ একদিন বাড়ির পেছনের ডোবায় ফসফরাসের আলো জ্বলতে ও নিভতে দেখে ভয়ে চিৎকার করে ওঠে।

১৪। উদ্দীপকের দীপুর সঙ্গে 'তৈলচিত্রের ভূত' গল্পের কার মিল রয়েছে?

ক. নগেন

খ. লেখক

গ. মামা

ঘ. পরাশর ডাক্তার

সঠিক উত্তর : ক. নগেন

১৫। দীপুর ভয় পাওয়ার কারণ-

র. অজ্ঞতা

রর. কুসংস্কার

ররর. মৃত আত্মা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

১৬। 'তৈলচিত্রের ভূত' গল্পে লেখক নগেন ও পরাশর ডাক্তারের চরিত্র সৃষ্টিতে-

ক. দুর্বলতার পরিচয় দিয়েছেন

খ. সফল হয়েছেন

গ. অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন

ঘ. ব্যর্থ হয়েছেন

সঠিক উত্তর : খ. সফল হয়েছেন

১৭। 'তৈলচিত্রের ভূত' গল্পের মূল বিষয় কী?

ক. কুসংস্কার থেকে মানুষকে সচেতন করা

খ. সাহসিকতা প্রদর্শন

গ. ভালোবাসা

ঘ. শ্রদ্ধা

সঠিক উত্তর : ক. কুসংস্কার থেকে মানুষকে সচেতন করা

১৮। ভূত বলতে কী বোঝ?

ক. প্রেতাত্মা

খ. জিন-পরি

গ. অদৃশ্য শক্তি

ঘ. অমূলক ভীতি

সঠিক উত্তর : ঘ. অমূলক ভীতি

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

১। 'ছয় দফা' ঘোষণা করা হয় কত সালে?

ক. ১৯৬২

খ. ১৯৬৪

গ. ১৯৬৬

ঘ. ১৯৬৯

সঠিক উত্তর : গ. ১৯৬৬

২। বঙ্গবন্ধু নিচের কোনটি 'উইথড্র' করার দাবি জানান?

ক. মার্শাল আর্ট

খ. মার্শাল ল

গ. মার্শাল জুডো

ঘ. মার্শাল ফিল্ম

সঠিক উত্তর: খ. মার্শাল ল

৩। শেখ মুজিবুর রহমান তাঁর ভাষণে কাদের হাতে ক্ষমতা তুলে দিতে বলেন?

ক. সরকারের মন্ত্রীর হাতে

খ. সরকারের প্রতিনিধির হাতে

গ. জনগণের প্রতিনিধির হাতে

ঘ. তাঁর নিজস্ব প্রতিনিধির হাতে

সঠিক উত্তর: গ. জনগণের প্রতিনিধির হাতে

৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের 'জাতির জনক' বলার কারণ কোনটি?

ক. পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন বলে

খ. স্বাধীন বাংলাদেশের স্থপতি বলে

গ. বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বলে

ঘ. বাংলার অবিসংবাদিত নেতা বলে

সঠিক উত্তর: গ. বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বলে

৫। 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' এই স্স্নোগানের মধ্যে লুকিয়ে আছে-

র. অর্থনৈতিক মুক্তি

রর. পরাধীনতা থেকে মুক্তি

ররর. স্বাধীনতার ঘোষণা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94899 and publish = 1 order by id desc limit 3' at line 1