মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জানার আছে অ নে ক কি ছু

নতুনধারা
  ৩০ মার্চ ২০২০, ০০:০০
কাইরাসের সমাধি

প্রশ্ন : পারস্য স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন কোনটি?

উত্তর : কাইরাসের সমাধি।

প্রশ্ন : কারা ফিনিশীয়দের উদ্ভাবিত বর্ণমালার সঙ্গে স্বরবর্ণ যোগ করে বর্ণমালাকে সম্পূর্ণ করেন?

উত্তর : গ্রিকরা।

প্রশ্ন : ইউরোপীরা কাদের কাছ থেকে কলম, কালি ও কাগজের ব্যবহার শিখে?

উত্তর : ফিনিশীয়।

প্রশ্ন : কত খ্রিস্টপূর্বে পারস্য সাম্রাজ্য গড়ে ওঠে?

উত্তর : ৬০০ খ্রিস্টপূর্ব।

প্রশ্ন : গ্রিক বীর আলেকজান্ডার কবে পারস্য সাম্রাজ্য অধিকার করেন?

উত্তর : ৩৩০ খ্রিস্টপূর্বে।

প্রশ্ন : পারস্য সাম্রাজ্যের অন্য নাম কি?

উত্তর : একমেনিড সাম্রাজ্য।

প্রশ্ন : কে পারসীয় দিনপঞ্জী তৈরি করেন?

উত্তর : দারিয়ুস।

প্রশ্ন : পারস্য ইতিহাসের সবচেয়ে সফল শাসক কে?

উত্তর : দানিয়ুব।

প্রশ্ন : পারসীয়রা লিপি লিখনে কয়টি কিউনিফর্ম চিহ্ন ব্যবহার করত?

উত্তর : ৩৯টি।

প্রশ্ন : পারস্য সভ্যতার লিখন পদ্ধতিতে কয়টি ভাষার প্রচলন ছিল?

উত্তর : ২টি।

প্রশ্ন : কারা ১২ মাসে ১ বছর ও ৩০ দিনে ১ মাস গণনার রীতি প্রবর্তন করেন?

উত্তর : পারসীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94552 and publish = 1 order by id desc limit 3' at line 1