রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

৭ম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয়পত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ দনিয়া, ঢাকা
  ৩০ মার্চ ২০২০, ০০:০০
৭ম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয়পত্র
৭ম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয়পত্র

আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

ভাষা

২৩। সাধুভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?

ক. বিশেষ্য ও বিশেষণ

খ. সর্বনাম ও ক্রিয়া

গ. বিশেষ্য ও ক্রিয়া

ঘ. ক্রিয়া ও বিশেষণ

সঠিক উত্তর : খ. সর্বনাম ও ক্রিয়া

২৪। সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?

ক. কৃত্রিমতাবর্জিত

খ. গুরুগম্ভীর

গ. অবোধ্য

ঘ. দুর্বোধ্য

সঠিক উত্তর : খ. গুরুগম্ভীর

২৫। চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটি?

ক. ক্রিয়াপদের পূর্ণরূপ

খ. তদ্ভব শব্দবহুল

গ. তৎসম শব্দবহুল

ঘ. গুরুগম্ভীর

সঠিক উত্তর : খ. তদ্ভব শব্দবহুল

২৬। বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী?

ক. চলিতরীতি

খ. সাধুরীতি

গ. আঞ্চলিক রীতি

ঘ. উপভাষারীতি

সঠিক উত্তর : খ. সাধুরীতি

২৭। বাংলা ভাষায় চলিতরীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?

ক. কাঠামো অপরিবর্তনীয়

খ. পদবিন্যাস সুনির্দিষ্ট

গ. আভিজাত্যপূর্ণ

ঘ. কৃত্রিমতাবর্জিত

সঠিক উত্তর : ঘ. কৃত্রিমতাবর্জিত

২৮। সাধু ও চলিতরীতির প্রধান পার্থক্য কোথায়?

ক. বিশেষ্য ও বিশেষণ পদে

খ. সর্বনাম ও ক্রিয়াপদে

গ. অব্যয় ও ক্রিয়াপদে

ঘ. বিশেষ্য ও ক্রিয়াপদে

সঠিক উত্তর : খ. সর্বনাম ও ক্রিয়াপদে

২৯। 'মনুষ্যজাতি যে ধ্বনি বা ধ্বনিসকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা।'-এই সংজ্ঞাটি কে দিয়েছেন?

ক. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

খ. ডক্টর রামেশ্বর শ'

গ. ডক্টর মুহম্মদ এনামুল হক

ঘ. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ

সঠিক উত্তর : ঘ. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ

৩০। বর্তমানে সারা পৃথিবীতে কত হাজারের অধিক ভাষা প্রচলিত আছে?

ক. এক হাজারের অধিক

খ. দেড় হাজারের অধিক

গ. দুই হাজারের অধিক

ঘ. সাড়ে তিন হাজারের অধিক

সঠিক উত্তর : ঘ. সাড়ে তিন হাজারের অধিক

৩১। সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?

ক. লেখ্য ভাষা

খ. আঞ্চলিক ভাষা

গ. মৌখিক ভাষা

ঘ. কথার ভাষা

সঠিক উত্তর : ক. লেখ্য ভাষা

৩২। ভাষা বলতে কোনটি বোঝায়?

ক. অর্থবোধক ধ্বনি

খ. অর্থহীন ধ্বনি

গ. ইশারা-ইঙ্গিত

ঘ. ছবি

সঠিক উত্তর : ক. অর্থবোধক ধ্বনি

৩৩। ওরা, ওদের-এই দুটি কী?

ক. অব্যয়

খ. অব্যয়ের তদ্ভব রূপ

গ. সংক্ষিপ্ত সর্বনাম

ঘ. সর্বনাম

সঠিক উত্তর : গ. সংক্ষিপ্ত সর্বনাম

৩৪। দেশ, কাল ও সমাজভেদে ভাষার রূপের কী দেখা যায়?

ক. মিল খ. প্রয়োগ

গ. ভিন্নতা ঘ. সাদৃশ্য

সঠিক উত্তর : গ. ভিন্নতা

ব্যাকরণ

১। ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা কী পাই?

ক. বি + অ + কৃ + অন

খ. বি + আ + কৃ + অন

গ. ব্য + অ + কৃ + অন

ঘ. ব্য + আ + কৃ + অন

সঠিক উত্তর : খ. বি + আ + কৃ + অন

২। 'যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাংলা ব্যাকরণ।'-এই সংজ্ঞাটি কে দিয়েছেন?

ক. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ

খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. জ্যোতিভূষণ চাকী

ঘ. ডক্টর সুকুমার সেন

সঠিক উত্তর : ক. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ

৩। 'যে বইয়ে ভাষার বিচার ও স্বরূপের বিচার ও বিশ্লেষণ আছে, তা-ই ব্যাকরণ।'-এই সংজ্ঞাটি কে দিয়েছেন?

ক. জ্যোতিভূষণ চাকী

খ. ডক্টর সুকুমার সেন

গ. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ

ঘ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

সঠিক উত্তর : খ. ডক্টর সুকুমার সেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে