logo
বুধবার, ২৭ মে ২০২০, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬

  সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর   ২৯ মার্চ ২০২০, ০০:০০  

৮ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৮ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়
আগ্নেয়গিরির অগ্নু্যৎপাত
আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

অধ্যায়-৮

৪৯। বাংলাদেশের কোন জেলায় ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ঘটে?

র. চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা

রর. চট্টগ্রাম, বান্দরবন, নেত্রকোনা

ররর. কক্সবাজার, বান্দরবন, বরিশাল

নিচের কোনটি সঠিক?

ক. র ও ররর খ. র, রর ও ররর

গ. র ও রর ঘ. র

সঠিক উত্তর : গ. র ও রর

৫০. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?

ক. ২৪ ভাগ

খ. ২৫ ভাগ

গ. ২৬ ভাগ

ঘ. ২৭ ভাগ

সঠিক উত্তর : খ. ২৫ ভাগ

৫১. দাবানলের ফলে কী হয়?

র. বনভুমি উর্বর হয়

রর. বৃক্ষসম্পদ নষ্ট হয়

ররর. জীববৈচিত্র্য নষ্ট হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও ররর খ. রর ও ররর

গ. র ও রর ঘ. র

সঠিক উত্তর : খ. রর ও ররর

৫২. কত নাম্বার বিপদসংকেত শোনার পর শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও মেয়েদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে?

ক. ২ নাম্বার

খ. ৩ নাম্বার

গ. ৪ নাম্বার

ঘ. ৫ নাম্বার

সঠিক উত্তর : ঘ. ৫ নাম্বার

৫৩. আমাদের দেশের কোন অঞ্চলে খরা দেখা যায়?

ক. দক্ষিণ

খ. পূর্ব

গ. উত্তর

ঘ. পশ্চিম

সঠিক উত্তর : গ. উত্তর

৫৪. খরা মোকাবেলায় আমরা কী পদক্ষেপ নিতে পারি?

ক. খরার আগে পুকুর ও খাল খনন করতে হবে

খ. বৃষ্টির পানি ধরে রাখা বাদ দিতে হবে

গ. দুর্যোগকালে শুকনো খাবার মজুত না রাখা

ঘ. নগদ অর্থ মজুত না রাখা।

সঠিক উত্তর : ক. খরার আগে পুকুর ও খাল খনন করতে হবে

৫৫. বাংলাদেশের যে অঞ্চলগুলো ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের কী বলা হয়?

ক. ভূমিকম্প ঝুঁকির এলাকা

খ. ভূমিকম্প ঝুঁকির আশঙ্কিত এলাকা

গ. ভূমিকম্পপ্রবণ এলাকা

ঘ. ভূমিকম্পের এলাকা

সঠিক উত্তর : গ. ভূমিকম্পপ্রবণ এলাকা

৫৬. কোন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না?

ক. ঘূর্ণিঝড়

খ. জলোচ্ছ্বাস

গ. ভূমিকম্প

ঘ. ঝড়

সঠিক উত্তর : গ. ভূমিকম্প

৫৭. ভূমিকম্পের পূর্বসতর্কতার জন্য কী করতে হবে?

র. জরুরিভাবে বের হওয়ার জন্য দরজার ব্যবস্থা রাখা

রর. আশ্রয় নেয়ার জন্য বাড়িতে মজবুত টেবিল রাখতে হবে

ররর. ঘরের ভারী আসবাবপত্র মেঝের ওপর রাখতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. র, রর ও ররর খ. রর ও ররর

গ. র ও রর ঘ. র

সঠিক উত্তর : ক. র, রর ও ররর

৫৮. কী কারণে ভূমিকম্প সংঘটিত হয়?

ক. আগ্নেয়গিরির অগ্নু্যৎপাত খ. ভূমিধস গ. সুনামি ঘ. ঘূর্ণিঝড়

সঠিক উত্তর : ক. আগ্নেয়গিরির অগ্নু্যৎপাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে