শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৭ম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয়পত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
  ২৯ মার্চ ২০২০, ০০:০০
তাহারা পড়িতেছে

আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

ভাষা

১৩। 'সাধারণ গদ্য-সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষাকে সাধুভাষা বলে'-সংজ্ঞাটি কে দিয়েছেন?

ক. মৃতু্যঞ্জয় বিদ্যালঙ্কার

খ. রামমোহন রায়

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

সঠিক উত্তর : ঘ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১৪। কোন নদীর তীরবর্তী এলাকায় সর্বজনবোধ্য আদর্শ কথ্যভাষা গড়ে তোলা হয়?

ক. যমুনা

খ. গঙ্গা

গ. ব্রহ্মপুত্র

ঘ. ভাগীরথী

সঠিক উত্তর : ঘ. ভাগীরথী

১৫। ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় কোন ভাষায়?

ক. সাধু

খ. চলিত

গ. আঞ্চলিক

ঘ. প্রমিত

সঠিক উত্তর : খ. চলিত

১৬। 'তাহারা পড়িতেছে'-বাক্যটিতে 'তাহারা' কোন পদ?

ক. ক্রিয়া খ. বিশেষ্য

গ. অব্যয় ঘ. সর্বনাম

সঠিক উত্তর : ঘ. সর্বনাম

১৭। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন শতাব্দীতে?

ক. পঞ্চম

খ. সপ্তম

গ. নবম

ঘ. দশম

সঠিক উত্তর : খ. সপ্তম

১৮। মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য কোন অঙ্গের ব্যবহার সবচেয়ে বেশি করে?

ক. হাত

খ. চোখ

গ. কণ্ঠ

ঘ. নাক

সঠিক উত্তর : গ. কণ্ঠ

১৯। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহৃত হয়?

ক. সাধুভাষা

খ. চলিত ভাষা

গ. আঞ্চলিক ভাষা

ঘ. উপভাষা

সঠিক উত্তর : খ. চলিত ভাষা

২০। ভাষাকে কিসের বাহন বলা হয়?

ক. ভাবের

খ. অন্তরের

গ. ধ্বনির

ঘ. কাজের

সঠিক উত্তর : ক. ভাবের

২১। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?

ক. ছবি

খ. ইঙ্গিত

গ. শব্দ

ঘ. ভাষা

সঠিক উত্তর : ঘ. ভাষা

২২। সাধুভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?

ক. তৎসম

খ. বিদেশি

গ. দেশি

ঘ. তদ্ভব

সঠিক উত্তর : ক. তৎসম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94435 and publish = 1 order by id desc limit 3' at line 1