শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
  ২৯ মার্চ ২০২০, ০০:০০
কৃষিতে প্রযুক্তির ব্যবহার

আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

অধ্যায়-৭

১০. পারিবারিক সম্পর্কে প্রাধান্য থাকে-

ক. যুক্তি

খ. মূল্যবোধ

গ. বাস্তবতা

ঘ. আবেগ

সঠিক উত্তর : ঘ. আবেগ

১১. বাংলাদেশে মূলত কোন জ্ঞাতির প্রাধান্য বেশি?

ক. জৈবিক

খ. বৈবাহিক

গ. প্রথাগত

ঘ. কাল্পনিক

সঠিক উত্তর : ক. জৈবিক

১২. শহরের পরিবারগুলো হলো-

ক. ঐতিহ্যবাহী

খ. অতিথিপরায়ণ

গ. জ্ঞাতিভিত্তিক

ঘ. সংস্কারমুক্ত

সঠিক উত্তর : ঘ. সংস্কারমুক্ত

১৩. বাংলাদেশে কোন পরিবার বৃদ্ধি পাচ্ছে?

ক. পিতৃপ্রধান পরিবার

খ. পিতৃবাস পরিবার

গ. মাতৃবাস পরিবার

ঘ. নয়াবাস পরিবার।

সঠিক উত্তর : ঘ. নয়াবাস পরিবার।

অধ্যায়-৮

১। ইয়ান ক্লার্ক বিশ্বায়নের কয়টি উপাদানের কথা বলেছেন?

ক ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

সঠিক উত্তর : ১. গ

২। বাংলাদেশে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-

ক. বিশ্বায়ন খ. শিল্পায়ন

গ. গণমাধ্যম ঘ. ক্ষমতায়ন

সঠিক উত্তর : গ. গণমাধ্যম

৩। কে প্রথম বিশ্বায়ন সম্পর্কে ধারণা দেন?

ক. অ্যান্থনি গিডেন্স

খ. রোমাল্ড রবার্টসন

গ. জন ক্যালভিন

ঘ. জে ওয়াটসন

সঠিক উত্তর : খ. রোমাল্ড রবার্টসন

৪। কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ফলে কী ধরনের পরিবর্তন সূচিত হয়েছে?

ক. পেশার পরিবর্তন

খ. উৎপাদন বৃদ্ধি

গ. খরচ বৃদ্ধি

ঘ ধনী কৃষকের সংখ্যা বৃদ্ধি

সঠিক উত্তর : খ. উৎপাদন বৃদ্ধি

৫। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বৈপস্নবিক পরিবর্তন এনেছে-

ক. ইন্টারনেট খ. এফএম রেডিও

গ. টেলিফোন ঘ. ফ্যাক্স

সঠিক উত্তর : ক. ইন্টারনেট

৬। বাংলাদেশে অণু পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে-

ক. ধর্মীয় মূল্যবোধের কারণে

খ. নগরায়ণের ফলে

গ. তথ্যপ্রযুক্তির প্রভাবে

ঘ. উৎপাদন বৃদ্ধির ফলে

সঠিক উত্তর : খ. নগরায়ণের ফলে

৭। বাংলাদেশের তৈরি পোশাক ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এ ক্ষেত্রে প্রভাব রাখছে-

ক. নগরায়ণ

খ. শিল্পায়ন

গ. উন্নয়ন

ঘ. বিশ্বায়ন

সঠিক উত্তর : ঘ. বিশ্বায়ন

৮। শিল্পায়নের বৈশিষ্ট্য কোনটি?

র. জটিল শ্রম বিভাগ

রর. প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি

ররর. অধিক উৎপাদন

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৯। কোনটি বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন?

র. কৃষিনির্ভরতা বৃদ্ধি পাচ্ছে

রর. পেশাগত বৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে

ররর. কুটিরশিল্প কমে যাচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. রর ও ররর

১০। অর্থনৈতিক বিশ্বায়নের মূলে রয়েছে-

ক. উৎপাদন বৃদ্ধি

খ. শিল্পায়ন

গ. মুক্তবাজার অর্থনীতি

ঘ. রপ্তানি বৃদ্ধি

সঠিক উত্তর : গ. মুক্তবাজার অর্থনীতি

১১। বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে যে পরিবর্তন দেখা যাচ্ছে-

র. নারীর অংশগ্রহণ বৃদ্ধি

রর. ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি

ররর. গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94434 and publish = 1 order by id desc limit 3' at line 1