শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৮ম শ্রেণির পড়াশোনা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
আর্মেনিয়ান গির্জা

চতুর্থ অধ্যায়

১। বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি?

(ক) ১৫৭৫-১৮৫৭ সাল

(খ) ১৭৮১-১৮৫৭ সাল

(গ) ১৭৫৭-১৯৪৭ সাল

(ঘ) ১৮৫৭-১৯৫৭ সাল

সঠিক উত্তর : (গ) ১৭৫৭-১৯৪৭ সাল

২। সোনারগাঁওয়ের পানাম নগরটি ছিল-

(র) সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল

(রর) ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ

(ররর) চওড়া পথের ধারে নিরাপত্তার জন্য রক্ষিত পরিখাসমৃদ্ধ

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও রর

নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও : বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আমজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে একটি ভবন পরিদর্শনে যান। ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো বাস্তবে দেখে খুবই অভিভূত হয়।

৩। আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান?

(ক) বাংলা একাডেমি

(খ) জাতীয় গ্রন্থাগার

(গ) শিল্পকলা একাডেমি

(ঘ) বাংলাদেশ জাতীয় জাদুঘর

সঠিক উত্তর : (ঘ) বাংলাদেশ জাতীয় জাদুঘর

৪। আজাদ সাহেব শিক্ষার্থীদের এ ধরনের ভবন পরিদর্শনে নেয়ার কারণ হলো-

(র) জমিদারদের নিত্যব্যবহার্য দ্রব্যাদি প্রদর্শন

(রর) ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচিত করানো

(ররর) বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

৫। কোনটিকে উত্তরা গণভবন বলে?

(ক) নাটোরের দিঘাপতিয়ার জমিদার প্রাসাদ

(খ) কাঞ্চননগর

(গ) পানামনগর

(ঘ) শশীলজ

সঠিক উত্তর : (ক) নাটোরের দিঘাপতিয়ার জমিদার প্রাসাদ

৬। জাতীয় মন্দির কোনটি?

(ক) রমনা কালীমন্দির

(খ) রামকৃষ্ণ মিশন

(গ) ঢাকেশ্বরী মন্দির

(ঘ) কান্তজির মন্দির

সঠিক উত্তর : (গ) ঢাকেশ্বরী মন্দির

৭। কোন নগরের অধিবাসীরা প্রাসাদের চারপাশে পরিখা খনন করেছিল?

(ক) পানামনগর

(খ) রূপনগর

(গ) কাঞ্চননগর

(ঘ) চট্টগ্রাম

সঠিক উত্তর : (ক) পানামনগর

৮। ঢাকার পুরনো গির্জা কোনটি?

(ক) আর্মেনিয়ান গির্জা

(খ) যোসেফ গির্জা

(গ) হলিক্রস গির্জা

(ঘ) সেন্ট টমাস এ্যাংলিকান গির্জা

সঠিক উত্তর : (ক) আর্মেনিয়ান গির্জা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<88988 and publish = 1 order by id desc limit 3' at line 1