মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
পৌরনীতি ও নাগরিকতা

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
আইনের মূল কথা-

বহুনির্বাচনি প্রশ্নোত্তর (মান: ৩০)

১. সিভিটাস শব্দের অর্থ কী?

ক. নগর খ. নগর রাষ্ট্র

গ. রাষ্ট্র ঘ. সমাজ

সঠিক উত্তর: খ. নগর রাষ্ট্র

২. কোনটিকে নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয়?

ক. ভূগোল খ. পৌরনীতি

গ. অর্থনীতি ঘ. ইতিহাস

সঠিক উত্তর: খ. পৌরনীতি

৩. রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি?

ক. সরকার খ. ভূখন্ড

গ. জনসমষ্টি ঘ. সার্বভৌমত্ব

সঠিক উত্তর: ক. সরকার

\হ

৪. এথেন্সের অধিবাসীদের ভাগ করা হতো-

র. নাগরিক হিসেবে

রর. বিদেশি হিসেবে

ররর. দাস হিসেবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও:

একটি বেসরকারি শিল্প কারখানার শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাস্তায় সমাবেশ করে। সেই সমাবেশে এক শ্রমিক বক্তব্য রাখতে গিয়ে বলেন, শ্রম দেব আমরা তার লাভের অংশ পাবে মালিকরা।

৫. উদ্দীপকে কোন স্বাধীনতার কথা উলেস্নখ করা হয়েছে?

ক. সামাজিক স্বাধীনতা

খ. ব্যক্তি স্বাধীনতা

গ. অর্থনৈতিক স্বাধীনতা

ঘ. জাতীয় স্বাধীনতা

সঠিক উত্তর: গ. অর্থনৈতিক স্বাধীনতা।

\হ

৬.ওই স্বাধীনতা নিশ্চিত হলে-

র. নাগরিক আর্থিক সুবিধা পাবে

রর. অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায়

ররর. নাগরিকরা শোষণ মুক্ত থাকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: খ. রর ও ররর.

৭. 'ল অব দ্য কনস্টিটিউশন' কার আইন?

ক. অধ্যাপক ডাইজির

খ. ব্যাক স্টোনের

গ. কার্ল মার্ক্সের

ঘ. হেরোডোটাসের

সঠিক উত্তর: ক. অধ্যাপক ডাইজির।

৮. আইনের মূল কথা কোনটি?

ক. আইনের চোখে সবাই সমান

খ. বাহ্যিক আচরণ নিয়ন্ণ করে

গ. ব্যক্তি স্বাধীনতার রক্ষক

ঘ. রীতিনীতির সঙ্গে সম্পর্কযুক্ত

সঠিক উত্তর: ক. আইনের চোখে সবাই সমান।

৯. উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কোনটি?

র. সুস্পষ্ট

রর. অপরিবর্তনশীল

ররর. সংক্ষিপ্ত

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: গ. র ও ররর.

১০. বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত হয়?

ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে

\হগ. ১৯৭৫ সালে ঘ. ১৯৮০ সালে

সঠিক উত্তর: খ. ১৯৭২ সালে।

১১. বাংলাদেশের সংবিধান কত বার সংশোধিত হয়েছে?

ক. ১৫ খ. ১৬

গ. ১৭ ঘ. ১৮

সঠিক উত্তর: খ. ১৬।

১২. 'ম্যাগনাকার্টা' কোন সালে প্রণীত হয়?

ক. ১০১০ সালে খ. ১০১৫ সালে

গ. ১১১৫ সালে ঘ. ১২১৫ সালে

সঠিক উত্তর: ঘ. ১২১৫ সালে।

১৩. রাজনৈতিক দল ও গণতন্ত্র প্রায়-

ক. পরিপূরক খ. প্রতিযোগী

গ. সমার্থক ঘ. পরিপন্থি

সঠিক উত্তর: গ. সমার্থক।

অনুচ্ছেদটি পড়ে ১৪ ও ১৫ নাম্বার প্রশ্নের উত্তর দাও:

রাসেল 'ক' নামক একটি দেশে বাস করে। তার রাষ্ট্রে সাধারণ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের ভোটে সরকারপ্রধান নির্বাচিত হয়।

১৪। 'ক' নামক রাষ্ট্র কী ধরনের রাষ্ট্র?

ক. পুঁজিবাদী রাষ্ট্র

খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র

গ. গণতান্ত্রিক রাষ্ট্র

ঘ. একনায়কতান্ত্রিক রাষ্ট্র

সঠিক উত্তর: গ. গণতান্ত্রিক রাষ্ট্র।

১৫। 'ক' নামক রাষ্ট্রের শাসনব্যবস্থার গুণ কোনটি?

র. দায়িত্বশীল শাসন

রর. বিপস্নবের সম্ভাবনা কম

ররর. সাম্য ও সম-অধিকারের প্রতীক

নিচের কোনটি সঠিক?

ক. র

খ. রর ও ররর

গ. র ও রর

ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর.

১৬। স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি?

ক. গ্রাম পরিষদ খ. ইউনিয়ন পরিষদ

গ. থানা পরিষদ

ঘ. জেলা পরিষদ

সঠিক উত্তর: খ. ইউনিয়ন পরিষদ

১৭। স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি কোনটি?

ক. প্রশাসনিক কঠোরতা

খ. নিরক্ষরতার হার কমানো

গ. কর্মমুখী শিক্ষার ব্যবস্থা

ঘ.সুস্থ প্রাকৃতিক পরিবেশ

সঠিক উত্তর: ঘ.সুস্থ প্রাকৃতিক পরিবেশ

১৮।'দ্বিজাতি তত্ত্ব ' কে ঘোষণা করে?

ক. এ. কে. ফজলুল হক

্‌খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

গ. মহাত্মা গান্ধী

ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ

সঠিক উত্তর: ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ

অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নাম্বার প্রশ্নের উত্তর দাও:

বিট্রিশ শাসনামল থেকে বাংলাদেশের মানুষ নানাভাবে নিষ্পোষিত হতে থাকে।

লাহের প্রস্তাব, ৬ দফা কর্মসূচি, ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভু্যথান ও ৭১ এর মুক্তির সংগ্রাম

এ জনপদের মানুষকে সংগ্রামী করে তোলে।

১৯। লাহোর প্রস্তাব উথাপিত হয় ১৯৪০ সালে-

ক. ২৩ শে মার্চ খ. ২৫শে মার্চ

গ. ২৬ শে মার্চ ঘ. ২৮শে মার্চ

সঠিক উত্তর: ক. ২৩ শে মার্চ

২০। ভাষা আন্দোলনের ফলে-

র. বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে

রর. বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে

ররর. পাকিস্তানি শাসকরা ভীত হয়ে পড়ে

\হনিচের কোনটি সঠিক?

ক. র খ. রর ও ররর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: (গ) র ও রর.

২১। সার্ক কী?

ক. আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা

খ. আঞ্চলিক উন্নয়ন সংস্থা

গ. স্বেচ্ছাসেবী সংস্থা

ঘ. অনুমোদিত সংস্থা

সঠিক উত্তর: খ. আঞ্চলিক উন্নয়ন সংস্থা

২২। জাতিসংঘের প্রশাসনিক প্রধানের পদবি কি?

ক. চেয়ারম্যান

খ. সভাপতি

গ.জেনারেল সেক্রেটারি

ঘ. মহাসচিব

সঠিক উত্তর: ঘ. মহাসচিব।

২৩। বাংলাদেশে বর্তমানে কোন ধরনের সংসদ ব্যবস্থা চালু আছে?

ক. একনায়কতান্ত্রিক খ. যুক্তরাষ্ট্রীয়

গ. সংসদীয় ঘ. রাষ্ট্রপতি শাসিত

সঠিক উত্তর: গ. সংসদীয়

২৪। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি?

ক. ২০ খ. ৩০

গ. ৪০ ঘ. ৫০

সঠিক উত্তর: ঘ. ৫০

২৫। ডাস্টবিন নির্মাণ পৌরসভার কোন ধরনের কাজ?

ক. উন্নয়নমূলক

খ. জনস্বাস্থ্যমূলক

গ. শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা সংক্রান্ত

ঘ. সৌর্ন্দয রক্ষা সংক্রান্ত

সঠিক উত্তর: খ. জনস্বাস্থ্যমূলক

২৬। বাংলাদেশের সেনাবাহিনীরা কতটি দেশে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে?

ক. ১১টি দেশে

খ. ১২টি দেশে

গ. ১৩টি দেশে

ঘ. ১৪টি দেশে

সঠিক উত্তর: খ. ১২টি দেশে।

২৭। নাগরিকসেবা প্রদানের জন্য স্থানীয় সরকার-

র. আয়ের সনদপত্র সত্যায়িত করে

রর. জন্মনিবন্ধন সনদ প্রদান করে

ররর. নাগরিক সনদ প্রদান করে

\হনিচের কোনটি সঠিক?

ক. র ও ররর খ. রর ও ররর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর.

২৮। জাতীয় সংসদে অধিবেশন আহ্বান করে কে?

ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী

গ. স্পিকার ঘ. প্রধান বিচারপতি

সঠিক উত্তর: ক. রাষ্ট্রপতি

২৯। রাষ্ট্রের চালিকাশক্তিকে কী বলা হয়?

ক. ধর্ম খ. প্রথা

গ. সংবিধান ঘ. আইন

সঠিক উত্তর: গ. সংবিধান

৩০। সুনাগরিকের প্রধান গুণ কয়টি?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

সঠিক উত্তর: গ. ৩টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে