মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিÑ
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর
  ২১ আগস্ট ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-১

৪৪। পাল রাজাদের পতনের পর বাংলার সিংহাসন দখল করে কারা?

(ক) ব্রাহ্মণ সেন রাজারা

(খ) তুকির্রা

(গ) আফগানরা

(ঘ) কুদির্রা

সঠিক উত্তর : (ক) ব্রাহ্মণ সেন রাজারা

৪৫। খ্রিস্টপূবর্ চতুথর্ শতকে গুপ্ত রাজারা দখল করে Ñ

(র) সমগ্র উত্তর বাংলা

(রর) দক্ষিণ পূবর্-বাংলার কিয়দংশ

(ররর) সমগ্র পূবর্ বাংলা

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

৪৬। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরিচয় Ñ

(ক) ব্রিটিশ সেনাপতি

(খ) তুকির্ সেনাপতি

(গ) মোঘল সেনাপতি

(ঘ) আফগান সেনাপতি

সঠিক উত্তর : (খ) তুকির্ সেনাপতি

৪৭। ইকলিম কোন ভাষার শব্দ?

(ক) তুকির্ (খ) উদুর্

(গ) ল্যাটিন (ঘ) ফরাসি

সঠিক উত্তর : (ক) তুকি

৪৮। বাংলায় স্বাধীন সুলতানি আমল কত বছর স্থায়ী ছিল?

(ক) ৭৫ বছর

(খ) ১০০ বছর

(গ) ১৫০ বছর

(ঘ) ২০০ বছর

সঠিক উত্তর : (ঘ) ২০০ বছর

৪৯। বাংলার সাধারণ মানুষ চরম অথৈর্নতিক শোষণ ও নিযার্তনের শিকার হয়েছে Ñ

(র) পাল আমলে

(রর) সেন আমলে

(ররর) সুলতানি আমলে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও রর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8715 and publish = 1 order by id desc limit 3' at line 1