বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান

জাতীয় আয় বৃদ্ধিতে বেশি অবদান রাখছেÑ
নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
  ২১ আগস্ট ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য কৃষিশিক্ষা থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায় - ১

১। বাংলাদেশে বিশ্বের কত ভাগ পাট উৎপাদন হতো?

ক) ৮৫ ভাগ

খ) ৭৫ ভাগ

গ) ৬৫ ভাগ

ঘ) ৫৫ ভাগ

সঠিক উত্তর : খ) ৭৫ ভাগ

২। পাটের জেনেটিক ম্যাপ আবিষ্কার করেছেন কোন দেশের বিজ্ঞানী?

ক) ভারতীয় খ) চীনা

গ) ভিয়েতনামি ঘ) বাংলাদেশি

সঠিক উত্তর : ঘ) বাংলাদেশি

৩। বাংলাদেশের কৃষি ক্ষেত্রে প্রধান সমস্যা কয়টি?

ক) ৪

খ) ৩

গ) ২

ঘ) ৫

সঠিক উত্তর : ক) ৪

৪। জাতিসংঘের অঙ্গসংগঠন হিসেবে কৃষিসংক্রান্ত যে প্রতিষ্ঠান রয়েছে তার নাম কী?

ক) ঋঅঙ

খ) ওজজও

গ) ইজজও

ঘ) ঊজজও

সঠিক উত্তর : ক) ঋঅঙ

৫। আন্তজাির্তক ধান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত রূপ কী?

ক) ইজজও

খ) চজজও

গ) ওজজও

ঘ) ঊজজও

সঠিক উত্তর : গ) ওজজও

৬। ফসলের বংশগতিতে পরিবতর্ন এনে যে ফসল পাওয়া যায় তাকে কী বলে?

ক) কৃত্রিম ফসল

খ) হাইব্রিড ফসল

গ) জিএম ফসল

ঘ) এইচওয়াইভি

সঠিক উত্তর : গ) জিএম ফসল

৭। ইজজও কতৃর্ক উদ্ভাবিত ঐণঠ জাতের ধানবীজ কৃষকরা কোথায় উৎপাদন করেন?

ক) ধান খেতে

খ) পতিত জমিতে

গ) নাসাির্রতে

ঘ) গ্রিনহাউসে

সঠিক উত্তর : ক) ধান খেতে

৮। কৃষি গবেষণা ও ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক) রাজশাহী

খ) খুলনা

গ) চট্টগ্রাম

ঘ) গাজীপুর

সঠিক উত্তর : ঘ) গাজীপুর

৯। পুষ্টি সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করেছেন?

ক) ৫০টি

খ) ৩০টি

গ) ৪০টি

ঘ) ২০টি

সঠিক উত্তর : খ) ৩০টি

১০। কোন জাতের ধান পানির নিচে ১০-১৫ দিন টিকে থাকতে পারে?

ক) ব্রি ধান ৫১, ৫২

খ) ব্রি ধান ৪৫, ৪৭

গ) ব্রি ধান ৩০, ৩১

ঘ) ব্রি ধান ২০, ২৮

সঠিক উত্তর : ক) ব্রি ধান ৫১, ৫২

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8714 and publish = 1 order by id desc limit 3' at line 1