শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৮ম শ্রেণির পড়াশোনা ( বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০
মনু মাঝি মুর্শিদি গাইছেন

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

তৃতীয় অধ্যায়

৪। নিচের কোনটি শিক্ষার সাংস্কৃতিক উন্নয়নের ফল?

(ক) শ্রেণিকক্ষে স্পিকার ব্যবহার

(খ) শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের দলগত কাজ করা

(গ) শিক্ষার্থীদের বাড়ির কাজ প্রদর্শন

(ঘ) শিক্ষার্থীর মুখস্থ পড়া

সঠিক উত্তর : (ক) শ্রেণিকক্ষে স্পিকার ব্যবহার

৫। কীর্তন গান রচনায় মুসলমান কবিগণও অংশগ্রহণ করেছিলেন। কেননা সুলতানি আমলে-

(র) হিন্দু মুসলমানদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ

(রর) শ্রীচৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাব ছিল ব্যাপক

(ররর) এটিই বাঙালির প্রথম সাহিত্য কর্ম ছিল

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও রর

নিচের অনুচ্ছেদটি পড় ৬ এবং ৭নং প্রশ্নের উত্তর দাও : মনু মাঝি নৌকা বাইছে। নতুন ধানে ভরা নৌকা। মনের সুখে গলা ছেড়ে গাইছে বাংলার চির পরিচিত একটি গান।

'মন মাঝি তোর বৈঠা নেরে

\হআমি আর বাইতে পারলাম না'

৬। মনু মাঝি কোন ধরনের গান গাইছেন?

(ক) মুর্শিদি

(খ) ভাওয়াইয়া

(গ) বারমাস্যা

(ঘ) বাউল

সঠিক উত্তর : (ক) মুর্শিদি

৭। মনু মাঝির গানের মধ্যে কোনটি বেশি প্রকাশ পেয়েছে?

(ক) আধ্যাত্মিক সাধনা

(খ) নৈসর্গিক অবস্থা

(গ) নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য

(ঘ) সাহিত্য শিল্পের চর্চা

সঠিক উত্তর : (ক) আধ্যাত্মিক সাধনা

৮। পুঁথিশিল্প সমৃদ্ধ ছিল কোন আমলে?

(ক) মোঘল আমলে

(খ) সেন আমলে

(গ) সুলতানি আমলে

(ঘ) পাল আমলে

সঠিক উত্তর : (ঘ) পাল আমলে

৯। দেশীয় দেব-দেবীকে নিয়ে রচিত কাব্যকাহিনী কী নামে পরিচিত?

(ক) মঙ্গলকাব্য

(খ) মনসাকাব্য

(গ) গদ্যকাব্য

(ঘ) গীতিকাব্য

সঠিক উত্তর : (ক) মঙ্গলকাব্য

১০। বাংলাদেশে সংস্কৃতির ক্ষেত্রে যৌক্তিক তথ্যসমূহ হলো-

\হ(র) প্রয়োজন পূরণের লক্ষ্যে পরিবর্তিত হয়

(রর) পরিবেশ পরিস্থিতিতে পরিবর্তিত হয়

(ররর) যুগের সঙ্গে সঙ্গতি রেখে পরিবর্তিত হয়

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

১১। কোন আমলে শ্রী চৈতন্য ভাবধারার প্রভাবে বাংলায় কীর্তন গান রচনার জোয়ার জাগে?

(ক) পাল আমলে

(খ) সেন আমলে

(গ) সুলতানি আমলে

(ঘ) মোঘল আমলে

সঠিক উত্তর : (গ) সুলতানি আমলে

১২। সংস্কৃতির প্রকারভেদ-

(র) বস্তুগত সংস্কৃতি

(রর) অবস্তুগত সংস্কৃতি

(ররর) প্রথাগত সংস্কৃতি

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

১৩। সংস্কৃতির রূপ ভিন্ন হয়ে থাকে-

(র) অঞ্চলভেদে

(রর) সমাজভেদে

(ররর) দেশভেদে

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

১৪। ছোট সোন মসজিদ, নবাব কাটরা কোন আমলের স্থাপত্য নিদর্শন?

(ক) সুলতানি

(খ) মোঘল

(গ) ব্রিটিশ

(ঘ) পাকিস্তানি

সঠিক উত্তর : (ক) সুলতানি

১৫। কাজী নজরুল ইসলাম কত হাজার গান লিখেছেন?

(ক) তিন হাজার

(খ) চার হাজার

(গ) পাঁচ হাজার

(ঘ) ছয় হাজার

সঠিক উত্তর : (ঘ) ছয় হাজার

১৬। সংস্কৃতি মানুষের-

(র) চিন্তা শক্তি বিকশিত করে

(রর) সম্পদ বৃদ্ধি করে

(ররর) সৃজনশীলতার পরিচয় বাড়ায়।

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) র ও ররর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

\হসঠিক উত্তর : (খ) র ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86420 and publish = 1 order by id desc limit 3' at line 1