বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি (পদার্থবিজ্ঞান)

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
  ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

অধ্যায়: ১

৮১। তাপমাত্রার এসআই একক কী?

উত্তর : কেলভিন

৮২। তড়িৎপ্রবাহের এসআই একক কী?

উত্তর : অ্যাম্পিয়ার

৮৩। দীপন তীব্রতার এসআই একক কী?

উত্তর : ক্যান্ডেলা

৮৪। পদার্থের পরিমাণের একক কী?

উত্তর : মোল

৮৫। ১ মিটার কাকে বলে?

উত্তর : শূন্য স্থানে আলো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে ১ মিটার বা মিটার বলে।

৮৬। ১ কিলোগ্রাম কাকে বলে?

উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত পস্নাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলিন্ডারের ভরকে ১ কিলোগ্রাম বা কিলোগ্রাম বলে।

৮৭। ১ সেকেন্ড কাকে বলে?

উত্তর : একটি সিজিয়াম- ১৩৩ পরমাণুর ৯ ১৯২ ৬৩১ ৭৭০টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ১ সেকেন্ড বা সেকেন্ড বলে।

৮৮। ১ কেলভিন কাকে বলে?

উত্তর : পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার

ভাগকে ১ কেলভিন বা কেলভিন বলে।

৮৯। ১ অ্যাম্পিয়ার কাকে বলে?

উত্তর : শূন্য স্থানে ১ মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় বৃত্তকার প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহকের প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎপ্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতিমিটার দৈর্ঘ্যে ২ ১০-৭ নিউটন বল উৎপন্ন হয় তাকে ১ অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার বলে।

৯০। ক্যান্ডেলা কাকে বলে?

উত্তর : ক্যান্ডেলা হচ্ছে সেই পরিমাণ দীপন তীব্রতা যা কোনো আলোক উৎস একটি নির্দিষ্ট দিকে ৫৪০ ১০১২ হার্জ কম্পাঙ্কের এক বর্ণী বিকিরণ নিঃসরণ করে এবং ওই নির্দিষ্ট দিকে তার বিকিরণ তীব্রতা হচ্ছে প্রতি স্টেরেডিয়ান ঘনকোণে ওয়াট।

৯১। এক মোল কাকে বলে?

উত্তর : যে পরিমাণ পদার্থে ০.০১২ কিলোগ্রাম কার্বন - ১২ এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট ( যেমন- পরমাণু, অণু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি বা এগুলোর নির্দিষ্ট কোনো গ্রম্নপ) থাকে তাকে ১ মোল বলে।

৯২। 'কিলোগ্রাম'-এর সংজ্ঞায় ব্যবহৃত সিলিন্ডারটির উচ্চতা ও ব্যাস কত?

উত্তর : ব্যাস ৩.৯ পস এবং উচ্চতা ৩.৯ পস

৯৩। সিজিয়াম - ১৩৩ পরমাণুর কম্পাঙ্ক কত?

উত্তর : ৯ ১৯২ ৬৩১ ৭৭০টি

৯৪। ১ এক্সামিটার (১ ঊস) কত মিটারের সমান?

উত্তর : ১০১৮ স

৯৫। ১ পেটামিটার (১ চস) কত মিটারের সমান?

উত্তর: ১০১৫ স

৯৬। ১ টেরাগ্রাম (১ ঞম) কত গ্রামের সমান?

উত্তর : ১০১২ ম

৯৭। ১ গিগাবাইট (১ এই) কত বাইটের সমান?

উত্তর : ১০৯ ই

৯৮। ১ মেগাওয়াট (১ গড) কত ওয়াটের সমান?

উত্তর: ১০১৬ ড

৯৯। ১ কিলোভোল্ট (১ শঠ) কত ভোল্টের সমান?

উত্তর : ১০৩ ঠ

১০০। ১ হেক্টোজুল (১ যঔ) কত জুলের সমান?

উত্তর : ১০২ ঔ

১০১। ১ ডেকানিউটন (১ ফধঘ) কত নিউটনের সমান?

উত্তর : ১০১ ঘ

১০২। ১ ডেসিও'ম (১ ফ) কত ও'মের সমান?

উত্তর : ১০-১

১০৩। ১ সেন্টিসিটার (১ পস) কত মিটারের সমান?

উত্তর : ১০-২ স

১০৪। ১ মিলিঅ্যাম্পিয়ার (১ সঅ) কত অ্যাম্পিয়ারের সমান?

উত্তর : ১০-৩ অ

১০৫। ১ মাইক্রোভোল্ট (১সঠ) কত ভোল্টের সমান?

উত্তর : ১০-৬ ঠ

১১০। মাত্রা কাকে বলে?

উত্তর : কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।

১১১। কোনো রাশির মাত্রা নির্দেশ করতে কোন বন্ধনী ব্যবহার করা হয়?

উত্তর : তৃতীয় বন্ধনী [ ]

১১২। কিসের মাধ্যমে আমরা কোনো সমীকরণ বা ফর্মুলার সঠিকতা যাচাই করতে পারি?

উত্তর : মাত্রা বিশ্লেষণের

১১৩। তড়িৎপ্রবাহের মাত্রা লিখ।

উত্তর : ও

১১৪। দীপন তীব্রতার মাত্রা লিখ।

উত্তর : ঔ

১১৫। পদার্থের পরিমাণের মাত্রা লিখ।

উত্তর : ঘ

১১৬। তাপমাত্রার মাত্রা লিখ।

উত্তর : (বড় হাতের গ্রিক অক্ষর)

১১৭। সরণ এর মাত্রা লিখ।

উত্তর : খ

১১৮। বেগের মাত্রা লিখ।

উত্তর : খঞ-১

১১৯। ত্বরণের মাত্রা লিখ।

উত্তর : খঞ-২

১২০। সময় এর মাত্রা লিখ।

উত্তর : ঞ

১২১। বলের মাত্রা লিখ।

উত্তর : গখঞ-২

১২২। পদার্থবিজ্ঞানের ভাষা কী?

উত্তর : গণিত

১২৩। পরীক্ষাগারে দৈর্ঘ্য পরিমাপের সরল যন্ত্রকে কী বলে?

উত্তর : মিটার স্কেল

১২৪। ১ মিটার = কত সেন্টিমিটার?

উত্তর : ১০০ সেন্টিমিটার

১২৫। প্রত্যেক সেন্টিমিটারকে সমান কত ভাগে ভাগ করা হয়ে থাকে?

উত্তর : দশ ভাগে

১২৬। সেন্টিমিটারের প্রত্যেক ভাগকে কী বলা হয়?

উত্তর : ১ মিলিমিটার বা ০.১ সেন্টিমিটার

১২৭। দন্ডের দুই প্রান্তের পাঠের বিয়োগফলকে কী বলে?

উত্তর : দন্ডের দৈর্ঘ্য

১২৮। কোন স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য সঠিকভাবে মাপা যায়?

উত্তর : মিটার স্কেলের

১২৯। মিলিমিটারের চেয়ে সূক্ষ্ণ পরিমাপ করতে হলে কোন স্কেল ব্যবহার করতে হয়?

উত্তর : ভার্নিয়ার স্কেলের

১৩০। ভার্নিয়ার স্কেল কে আবিষ্কার করেন?

উত্তর : গণিত শাস্ত্রবিদ পিয়েরে ভার্নিয়ার

১৩১। ভার্নিয়ার স্কেল কাকে বলে?

উত্তর : মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আর একটি স্কেল ব্যবহার করতে হয় তাকে ভার্নিয়ার স্কেল বলে।

১৩২। ভার্নিয়ার স্কেলকে কোন স্কেলের সঙ্গে ব্যবহার করতে হয়?

উত্তর : মিটার স্কেলের

১৩৩। মূল বা প্রধান স্কেলের পাশে কোন স্কেল সংযুক্ত থাকে?

উত্তর : ভার্নিয়ার স্কেল

১৩৪। প্রধান স্কেলের নয়টি ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্যে কত মিলিমিটার?

উত্তর : ৯ মিলিমিটার

১৩৫। প্রধান স্কেলের নয়টি ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্যে কত সেন্টিমটার?

উত্তর : ০.৯ সেন্টিমিটার

১৩৬। ভার্নিয়ার ধ্রম্নবক কাকে বলে?

উত্তর : প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রম্নবক বলে।

১৩৭। ভার্নিয়ার ধ্রম্নবক নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : ভার্নিয়ার ধ্রম্নবক= যেখানে, ং প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য এবং হ ভার্নিয়ারের ভাগের সংখ্যা।

১৩৮। ভার্নিয়ার ধ্রম্নবক কিসের ওপর নির্ভর করে?

উত্তর : প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের ওপর

১৩৯। স্স্নাইড ক্যালিপার্সের অন্য নাম কী?

উত্তর : ভার্নিয়ার ক্যালিপার্স

১৪০। স্স্নাইড ক্যালিপার্সকে ভার্নিয়ার ক্যালিপার্স বলার কারণ কী?

উত্তর : কারণ স্স্নাইড ক্যালিপার্সযন্ত্রে মাপজোখের বেলায় ভার্নিয়ার পদ্ধতি ব্যবহার করা হয়।

১৪১। কোন যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য পরিমাপ করা হয়?

উত্তর : স্ক্রু গজ যন্ত্রের

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86417 and publish = 1 order by id desc limit 3' at line 1